Sunday, March 19

‘মিস্টার বিন’-এর মৃত্যুর খবরটি গুজব, বললেন মুখপাত্র

‘মিস্টার বিন’-এর মৃত্যুর খবরটি গুজব, বললেন মুখপাত্র

বিনোদন ডেস্ক: এ সপ্তাহের শুরুতে ইন্টারনেটে ‘মিস্টার বিন’ খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা রোয়ান অ্যাটকিনসনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। শোকের ছায়া নেমে আসে তার ভক্তকুলের মাঝে। কিন্তু খবরটা একেবারেই গুজব এবং ৬২ বছর বয়সী এই অভিনেতা সুস্থ ও বেঁচে আছেন- শুক্রবার এমনটাই জানিয়েছেন তার মুখপাত্র।

ইন্টারনেটে ‘আরআইপি রোয়ান অ্যাটকিনসন’ নামের একটি পেজ থেকেই এই গুজব ছড়িয়ে পড়ে। পেজটিতে বলা হয়, বৃহস্পতিবার (১৬ মার্চ) রোয়ান অ্যাটকিনসনের মৃত্যু হয়েছে। এতে দাবি করা হয়, সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এ অভিনেতার।

মুহূর্তেই পেজটির লাইক প্রায় দশ লাখে পৌঁছে যায়। এরপর অ্যাটকিনসনের ভক্তরা মৃত্যুর খবরে শোক প্রকাশ করে বিভিন্ন পোস্ট দিতে থাকেন। টুইটারেও গুজবটি ছড়িয়ে পড়ে।

অনেকেই খবরটি বিশ্বাস করলেও বেশিরভাগই এমন খবরে সন্দিহান ছিলেন। তাদের মতে, অ্যাটকিনসনের মতো বিখ্যাত অভিনেতার মৃত্যু হলে মূলধারার ব্রিটিশ সংবাদমাধ্যমে অবশ্যই খবর প্রকাশিত হতো। কিন্তু এক্ষেত্রে তা ঘটেনি। তবে অ্যাটকিনসন বা তার পরিবারের পক্ষ থেকে কোনও বক্তব্য হাজিরা না হওয়াতে গুজবটি ধোঁয়াশা তৈরি করে।

অবশেষে শুক্রবার (১৭ মার্চ) অ্যাটকিনসনের মুখপাত্র খবরটিকে ইন্টারনেটের একটি গুজব জানিয়ে বলেন, ‘তারকাদের মৃত্যুর ভুয়া খবর প্রচারের যে প্রবণতা শুরু হয়েছে অ্যাটকিনসন এর সর্বশেষ শিকার। তিনি (অ্যাটকিনসন) সুস্থ ও বেঁচে আছেন। ইন্টারনেটে যা দেখবেন সেগুলোর সব বিশ্বাস করা বন্ধ করুন’।

অ্যাটকিনসনের মৃত্যুর গুজব ছড়ানোর কারণে অনেক ভক্তই ক্ষোভ প্রকাশ করেছেন। সূত্র: দ্য লিবারেল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়