Friday, March 17

ঘুষের লেনদেনে শীর্ষ দেশ ভারত

ঘুষের লেনদেনে শীর্ষ দেশ ভারত

কানাইঘাট নিউজ ডেস্ক: এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হয় ভারতে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-টিআইর এক সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে। সম্প্রতি বেশি ঘুষ প্রচলনের দেশগুলোর ওপর আলোকপাত করে টিআইর সমীক্ষা তুলে ধরেছে ফোর্বসের প্রতিবেদনে।

এশিয়ার ১৬টি দেশে বিস্তর পর্যালোচনা করে এই প্রতিবেদন তৈরি করেছে টিআই। যেটি ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

বলা হয়, সবচেয়ে বেশি ৬৯ শতাংশ ঘুষের হার ভারতে। দেশটিতে স্কুল, হাসপাতাল, পরিচয়পত্র, পুলিশ ও সেবা খাতগুলোতে বেশি পরিমাণে ঘুষ অাদান-প্রদান হয়।

দ্বিতীয় অবস্থানে আছে ভিয়েতনাম। দেশটিতে সেবার ক্ষেত্রে ৬৫ শতাংশ ঘুষ দিতে হয়। ভিয়েতনামিরা তাই এই দুর্নীতিকে মহামারী হিসেবেই দেখছেন।

তালিকায় তৃতীয় থাইল্যান্ড: সেখানে ঘুষের হার ৪১ শতাংশ। প্রতিবেদনে বলা হয়, সব পর্যায়ে এমনকি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে।

চতুর্থ অবস্থানে থাকা পাকিস্তানে ঘুষের হার ৪০ শতাংশ। দেশটিতে সমীক্ষায় অংশ নেওয়াদের চার ভাগের তিন ভাগই মনে করেন।

যাদের পুলিশ বা আদালতে যেতে হয়েছে তাদের ১০ জনের মধ্যে সাতজনকেই ঘুষ দিতে হয়েছে। ঘুষের দিক দিয়ে পঞ্চম অবস্থানে থাকা মিয়ানমারে এর হার ৪০ শতাংশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়