Tuesday, March 7

উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে জাতিসংঘ মহাসচিবের নিন্দা

উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে জাতিসংঘ মহাসচিবের নিন্দা

কানাইঘাট নিউজ ডেস্ক: জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সোমবার উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কঠোর নিন্দা এবং তিনি এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে পিয়ং ইয়ংয়ের প্রতি আহবান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের মুখপাত্র ফারহান ফক এক বিবৃতিতে বলেন, ‘এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার মারাত্মক পরিপন্থী।’

জাতিসংঘ মহাসচিব এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে উত্তর কোরিয়াকে আবারও বিরত থাকতে এবং পরিপূর্ণভাবে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার আহবান জানিয়েছেন।

নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে জরুরি বৈঠকে বসবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়