কানাইঘাট নিউজ ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিনে শ্রদ্ধা নিবেদন
করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া যাচ্ছেন শুক্রবার। গোপালগঞ্জের
জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরিত প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১
কাজী নিশাত রসূল স্বাক্ষরিত এক চিঠিতে প্রধানমন্ত্রীর এ সফরের তথ্য জানা
গেছে।
এ দিন সকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে তার বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে। বাজানো হবে বিউগল।
বিকালে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশ বঙ্গবন্ধু কন্যা প্রধান অতিথির বক্তৃতা করবেন।
আলোচনাসভা শেষে দর্শক সারিতে বসে প্রধানমন্ত্রী শিশু কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। এরপর সেখানে জাতীয় গ্রন্থ কেন্দ্র আয়োজিত গ্রন্থ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এ দিন সকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে তার বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে। বাজানো হবে বিউগল।
বিকালে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশ বঙ্গবন্ধু কন্যা প্রধান অতিথির বক্তৃতা করবেন।
আলোচনাসভা শেষে দর্শক সারিতে বসে প্রধানমন্ত্রী শিশু কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন। এরপর সেখানে জাতীয় গ্রন্থ কেন্দ্র আয়োজিত গ্রন্থ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়