Wednesday, March 8

নারী দিবসে নয়াপল্টনে মহিলাদলের র‌্যালি

নারী দিবসে নয়াপল্টনে মহিলাদলের র‌্যালি

কানাইঘাট নিউজ ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নয়াপল্টন এলাকায় র‌্যালি করেছে জাতীয়তাবাদী মহিলা দল। আজ বুধবার দুপুরে দুইশতাধিক নারীর অংশগ্রহণে এই র‌্যালি অনুষ্ঠিত হয়।

মহিলা দলের র‌্যালিটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে নয়াপল্টনে এসে শেষ হয়।

এ সময় দলটির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা বিষয়ক সম্পাদক নুরে আরা সাফা, মহিলাদলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ র‌্যালির নেতৃত্ব দেন।

এছাড়াও মহিলা নেত্রী জেবা খান, হেলেন জেরিন খান, খালেদা ইয়াসমিন, নিপুন রায়, ফরিদা মনি শহিদুল্লাহ, রাজিয়া আলিম, পেয়ারা মোস্তফা, আফরোজা নাসরিন খান, মনোয়ারা আলতাফ, নুর জাহান আহমেদ, মেহের নেছা হক, রোকেয়া সুলতানা তামান্নাসহ দুই শতাধিক নারী নেত্রী র‌্যালিতে অংশ নেন।

এ সময় তারা নারীদের অধিকার আদায় সংবলিত নানা স্লোগান দেন। এর আগে র‌্যালির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়