Friday, March 17

গোয়াইনঘাটে স্ত্রীকে জবাই করে হত্যা


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে স্ত্রীকে গলাকেটে খুন করেছে এক পাষণ্ড স্বামী। পরে ঘাতক স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার রাত (বৃহস্পতিবার দিবাগত রাত) দুইটার দিকে গোয়াইনঘাট উপজেলার বগাইয়া হাওর এলাকায় হত্যাকান্ডের এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে হত্যাকান্ডের এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন। নিহত গৃহবধূর নাম আমিরুন নেছা (২২)। তিনি বগাইয়া হাওর গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। ঘাতক আলমগীর হোসেন বর্তমানে গোয়াইনঘাট থানা হাজতে রয়েছেন। গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান- পারিবারিক কলহের জের ধরে শুক্রবার রাতে আমিরুন নেছাকে জবাই করে খুন করে আলমগীর। খবর পেয়ে আলমগীরকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলমগীরকে আটক করে নিয়ে আসে এবং আমিরুন নেছার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 সূত্র:সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়