Friday, March 17

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কানাইঘাট থানা মসজিদে দোয়া মাহফিল


নিজস্ব প্রতিবেদক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম শুভ জন্মদিন উপলক্ষ্যে শুক্রবার বাদ জুমা কানাইঘাটের সকল মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে বাদ জুমা থানা মসজিদে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষ্যে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, সিলেট জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কানাইঘাট সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, কানাইঘাট থানার ওসি মোঃ আব্দুল আহাদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ হান্নান, কানাইঘাট পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসীম উদ্দিন, জুনেদ হাসান জীবান, কানাইঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি নুরুজ্জামান সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও থানার অফিসারবৃন্দ এবং বিপুল সংখ্যক মুসল্লী মিলাদ ও দোয়া মাহফিলে শরীক হন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে উপজেলার প্রতিটি মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বাদ জুমা বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ১৫ আগস্টের কালো রাত্রিতে শাহাদত বরণকারী জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশের সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে অন্যান্য ধর্মের ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়