Tuesday, March 7

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতি সভা


নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭ইং যথাযোগ্য মর্যাদায় পালন এবং ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের এক আলোচনা ও জাতীয় দিবসের প্রস্তুতি সভা মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সভাপতিত্বে উক্ত আলোচনা ও প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কানাইঘাট সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা আ’লীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্য, পৌর মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, কানাইঘাট কলেজের ভাইস প্রিন্সিপাল লোকমান হোসেইন, উপজেলা জাপার আহবায়ক আলা উদ্দিন মামুন, পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজমুল হক, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য আব্দুন নুর, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জার উল্লাহ, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল হক, পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক নছির আহমদ, আ’লীগ নেতা রফিক আহমদ, রিংকু চক্রবর্তী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন সহ বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঐতিহাসিক ৭ই মার্চের আলোচনা সভায় বক্তারা বলেন, ৭মার্চের বঙ্গবন্ধুর কালজয়ী ভাসনের মধ্য দিয়ে এদেশের মানুষের মুক্তির ও স্বাধীনতার সংগ্রাম শুরু হয়। ৭ই মার্চের ভাসন একটি ইতিহাস উল্লেখ করে বক্তারা বলেন, বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সেই সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি সভায় বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়