কানাইঘাট নিউজ ডেস্ক:
তালেবানরা আমায় রুখতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পেরও তেমন ক্ষমতা
নেই। আফগান অভিবাসী মহিলা ফুটবলার খালিদা পোপালের এমন বিস্ফোরক মন্তব্যে
মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। জানা যায়, ছ’বছর আগেই তিনি আফগানিস্তান
ছেড়েছেন। বর্তমানে তিনি ডেনমার্কে আছেন।
মার্কিন বিদেশ নীতিতে সাতটি মুসলিম দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে। এর জেরে তীব্র প্রতিবাদ হচ্ছে আন্তর্জাতিক মহলে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই মুসলিমরা হেনস্থা হচ্ছেন। আমেরিকার অভিবাসী আইনের ঝাপটা লাগছে ইউরোপেও। মনে করা হচ্ছে, সন্ত্রাসবাদে রক্তাক্ত ইউরোপের বিভিন্ন দেশ আমেরিকার মতো কড়া ভিসানীতি গ্রহণ করতে পারে। এরকমই পরিস্থিতিতে দেশত্যাগী আফগান মহিলা ফুটবলার খালিদা পোপালের এমন মন্তব্য সাড়া ফেলে দিল।
তিনি জানিয়েছেন, 'কোন অবস্থায় আর দেশ ফেরা সম্ভব নয়। তালেবানরা আমায় আটকাতে পারেনি। ট্রাম্পও পারবেন না। আফগানিস্তানে আমি ফুটবল খেলতাম। অনেকের কাছে হাসির খোরাক হয়েছি৷ কয়েকজনকে দেখে মনে হত প্রকাশ্যে তারা আমায় ধর্ষণ করতে পারে৷ রাত কাটত ভয়ে ভয়ে৷'
তালিবান নাশকতায় আফগানিস্তান ত্যাগ করেছেন অনেকে৷ সেরকমই এক পরিবারের সদস্যা খালিদা পোপল৷ তিনি ফুটবল খেলেন৷ সবুজ মাঠে বল নিয়ে ড্রিবলিং করতেই তার ভাল লাগে৷ দেশ ছেড়ে প্রথমে ভারতে চলে এসেছিলেন থালিদা৷ সেখানেই কিছুদিন ছিলেন৷ তারপর পাড়ি দেন ইউরোপে৷ ডেনিশ রাজধানী শহরের মাঠে তাকে ফুটবল নিয়ে মত্ত থাকতে দেখা যায়।
ডেনমার্কের সুস্থ পরিবেশে ধীরে ধীরে ফুটবলের রকমারি কলাকৌশল শিখছেন খালিদা৷ তার জন্য বিশেষ হিজাব ব্যবস্থা করা হয়েছে৷ পরিচিতি বাড়ছে৷ খালিদার খেলা দেখে মুগ্ধ আমেরিকার ফুটবল রিক্রুটাররা৷ তার কাছে মার্কিন মুলুকের ক্লাব ফুটবলে খেলার প্রস্তাব এসেছিল৷ তারমধ্যেই সরকার পরিবর্তন হয়৷ ক্ষমতায় এসে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অভিবাসন আইন জারি করেন৷ এর জেরেই ভিসা আটকে গিয়েছে খালিদার। এতেই ক্ষুব্ধ দেশ ছাড়া, পরিবারহীন এই আফগানি মহিলা ফুটবলার খালিদা পোপাল।
তিনি জানিয়েছেন, একটা কেন একশো জন ট্রাম্প এলেও আমায় ধরে রাখতে পারবে না। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।
মার্কিন বিদেশ নীতিতে সাতটি মুসলিম দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে। এর জেরে তীব্র প্রতিবাদ হচ্ছে আন্তর্জাতিক মহলে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই মুসলিমরা হেনস্থা হচ্ছেন। আমেরিকার অভিবাসী আইনের ঝাপটা লাগছে ইউরোপেও। মনে করা হচ্ছে, সন্ত্রাসবাদে রক্তাক্ত ইউরোপের বিভিন্ন দেশ আমেরিকার মতো কড়া ভিসানীতি গ্রহণ করতে পারে। এরকমই পরিস্থিতিতে দেশত্যাগী আফগান মহিলা ফুটবলার খালিদা পোপালের এমন মন্তব্য সাড়া ফেলে দিল।
তিনি জানিয়েছেন, 'কোন অবস্থায় আর দেশ ফেরা সম্ভব নয়। তালেবানরা আমায় আটকাতে পারেনি। ট্রাম্পও পারবেন না। আফগানিস্তানে আমি ফুটবল খেলতাম। অনেকের কাছে হাসির খোরাক হয়েছি৷ কয়েকজনকে দেখে মনে হত প্রকাশ্যে তারা আমায় ধর্ষণ করতে পারে৷ রাত কাটত ভয়ে ভয়ে৷'
তালিবান নাশকতায় আফগানিস্তান ত্যাগ করেছেন অনেকে৷ সেরকমই এক পরিবারের সদস্যা খালিদা পোপল৷ তিনি ফুটবল খেলেন৷ সবুজ মাঠে বল নিয়ে ড্রিবলিং করতেই তার ভাল লাগে৷ দেশ ছেড়ে প্রথমে ভারতে চলে এসেছিলেন থালিদা৷ সেখানেই কিছুদিন ছিলেন৷ তারপর পাড়ি দেন ইউরোপে৷ ডেনিশ রাজধানী শহরের মাঠে তাকে ফুটবল নিয়ে মত্ত থাকতে দেখা যায়।
ডেনমার্কের সুস্থ পরিবেশে ধীরে ধীরে ফুটবলের রকমারি কলাকৌশল শিখছেন খালিদা৷ তার জন্য বিশেষ হিজাব ব্যবস্থা করা হয়েছে৷ পরিচিতি বাড়ছে৷ খালিদার খেলা দেখে মুগ্ধ আমেরিকার ফুটবল রিক্রুটাররা৷ তার কাছে মার্কিন মুলুকের ক্লাব ফুটবলে খেলার প্রস্তাব এসেছিল৷ তারমধ্যেই সরকার পরিবর্তন হয়৷ ক্ষমতায় এসে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অভিবাসন আইন জারি করেন৷ এর জেরেই ভিসা আটকে গিয়েছে খালিদার। এতেই ক্ষুব্ধ দেশ ছাড়া, পরিবারহীন এই আফগানি মহিলা ফুটবলার খালিদা পোপাল।
তিনি জানিয়েছেন, একটা কেন একশো জন ট্রাম্প এলেও আমায় ধরে রাখতে পারবে না। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়