কানাইঘাট নিউজ ডেস্ক: মসুলের
পশ্চিমাঞ্চলে রোববার আইএস নিয়ন্ত্রিত চারটি এলাকায় ইরাকের নিরাপত্তা
বাহিনী হামলা চালিয়েছে। এর মধ্যে প্রাদেশিক গভর্নরের কার্যালয়ও রয়েছে।
ইরাকী সেনা সূত্রে এ কথা জানা গেছে।
ইরাকী বাহিনী মসুল শহরের পশ্চিমাঞ্চল পুনর্দখলে গত ১৯ ফেব্রুয়ারি বড়ো ধরনের অভিযান শুরু করে। ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে থাকা এটিই সবচেয়ে জনঅধ্যুষিত এলাকা। ইরাকী বাহিনী এর আগে মসুলের দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণের জন্যে অভিযান শুরু করে। ইতিমধ্যে তারা আইএসের কাছ থেকে বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নেয়।
ইরাকের জয়েন্ট অপারেশন্স কমান্ড এক বিবৃতিতে জানায়, ফেডারেল পুলিশ ও র্যাপিড রেসপন্স ডিভিশন ফোর্স আল দিনদান ও আল দাবাসা এলাকায় হামলা চালায়।
নিনেভেহ’র গভর্ণরের সদরদপ্তরসহ কয়েকটি সরকারি অফিস ভবন আল দাবাসায় অবস্থিত। মসুল নিনেভেহ প্রদেশের রাজধানী।
জয়েন্ট ফোর্সের অপর এক বিবৃতিতে বলা হয়, এ ছাড়া সন্ত্রাস দমন বিরোধী বাহিনী আল সামুদ ও তাল আল রুমান এলাকাতেও হামলা চালিয়েছে। তাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, আইএস ২০১৪ সালে বাগদাদের পশ্চিম ও উত্তরাঞ্চলের ব্যাপক এলাকা দখলে নেয়। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলার সমর্থনে ইরাকী বাহিনী হারানো এলাকার অনেকাংশই পুনর্দখল করে। গত ১৭ অক্টোবর তারা পুনর্দখল অভিযান শুরু করে। সূত্র: বাসস
ইরাকী বাহিনী মসুল শহরের পশ্চিমাঞ্চল পুনর্দখলে গত ১৯ ফেব্রুয়ারি বড়ো ধরনের অভিযান শুরু করে। ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে থাকা এটিই সবচেয়ে জনঅধ্যুষিত এলাকা। ইরাকী বাহিনী এর আগে মসুলের দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণের জন্যে অভিযান শুরু করে। ইতিমধ্যে তারা আইএসের কাছ থেকে বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নেয়।
ইরাকের জয়েন্ট অপারেশন্স কমান্ড এক বিবৃতিতে জানায়, ফেডারেল পুলিশ ও র্যাপিড রেসপন্স ডিভিশন ফোর্স আল দিনদান ও আল দাবাসা এলাকায় হামলা চালায়।
নিনেভেহ’র গভর্ণরের সদরদপ্তরসহ কয়েকটি সরকারি অফিস ভবন আল দাবাসায় অবস্থিত। মসুল নিনেভেহ প্রদেশের রাজধানী।
জয়েন্ট ফোর্সের অপর এক বিবৃতিতে বলা হয়, এ ছাড়া সন্ত্রাস দমন বিরোধী বাহিনী আল সামুদ ও তাল আল রুমান এলাকাতেও হামলা চালিয়েছে। তাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, আইএস ২০১৪ সালে বাগদাদের পশ্চিম ও উত্তরাঞ্চলের ব্যাপক এলাকা দখলে নেয়। কিন্তু মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলার সমর্থনে ইরাকী বাহিনী হারানো এলাকার অনেকাংশই পুনর্দখল করে। গত ১৭ অক্টোবর তারা পুনর্দখল অভিযান শুরু করে। সূত্র: বাসস
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়