Friday, March 17

‘ট্রাম্প টাওয়ারে আড়িপাতার কোনো ইঙ্গিত পাইনি’

‘ট্রাম্প টাওয়ারে আড়িপাতার কোনো ইঙ্গিত পাইনি’
কানাইঘাট নিউজ ডেস্ক: আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে বা পরে ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প টাওয়ারের ফোনে গোয়েন্দা সংস্থাগুলোর আড়িপাতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছে মার্কিন সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটি। বৃহস্পতিবার কমিটির চেয়ারম্যান রিপাবলিকান দলের সিনেটর রিচার্ড বার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প টাওয়ারে আড়িপাতার নির্দেশ দেওয়ার অভিযোগ করেন ট্রাম্প। ওবামাসহ গোয়েন্দা সংস্থাগুলি ট্রাম্পের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এছাড়া অভিযোগের সপক্ষে হোয়াইট হাউসও কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

কমিটির ভাইস চেয়ারম্যান সিনেটর মার্ক ওয়ার্নারের সঙ্গে দেওয়া যৌথ বিবৃতিতে রিচার্ড বার বলেছেন, ‘আমাদের কাছে যেসব তথ্যউপাত্ত রয়েছে, তার আলোকে আমরা ট্রাম্প টাওয়ারে ২০১৬ সালের নির্বাচনের আগে অথবা পরে যুক্তরাষ্ট্র সরকারের আড়িপাতার কোনো ইঙ্গিত পাইনি।’

তবে মুখপাত্র সিন স্পাইসার জানিয়েছেন, ট্রাম্প তার দাবির প্রতি অনড় আছেন। এছাড়া সিনেট কমিটির প্রতিবেদনও প্রত্যাখান করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে বৃহস্পতিবার প্রতিনিধি সভার স্পিকার পল রায়ান বলেছিলেন, ‘এ ধরণের আড়িপাতার কোনো অস্তিত্ব নেই।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়