কানাইঘাট নিউজ ডেস্ক: আসন্ন
বাংলা নববর্ষ উপলক্ষে নতুন দুই গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে কণ্ঠশিল্পী
আঁখি আলমগীর। এর মধ্যে শহীদুল্লাহ ফরায়জীর লেখা এবং আলাউদ্দিন আলীর সুর ও
সঙ্গীতে একটি গানের রেকর্ডিং শেষ হয়েছে।
এছাড়া আরও একটি গান নববর্ষের জন্য প্রস্তুত হচ্ছে। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করবেন জুয়েল মোর্শেদ।
বৈশাখী আবহে নির্মিতব্য এ গানের ভিডিওর শুটিং হবে ৮ মার্চ। অন্যদিকে জুয়েল মোর্শেদের তৈরি করা গানটি রোমান্টিক ধাঁচের। আগামী সপ্তাহে রেকর্ডিং শেষে এ গানটিরও মিউজিক ভিডিও নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
নতুন দুটি গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ''বাংলা নববর্ষের শুরুতে নতুন দুটি গান নিয়ে আসছি। শিল্পী হিসেবে এটা আমার জন্য অনেক ভালো লাগার বিষয়। দুটি গানই ভালো করার সর্বোচ্চ চেষ্টা চলছে। কণ্ঠশিল্পী হিসেবে আমিও গায়কী দিয়ে শ্রোতাদের মন ছুঁয়ে দেয়ার চেষ্টা করব।''
এ দুটি গান ছাড়াও বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ শিল্পী।
এছাড়া আরও একটি গান নববর্ষের জন্য প্রস্তুত হচ্ছে। গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করবেন জুয়েল মোর্শেদ।
বৈশাখী আবহে নির্মিতব্য এ গানের ভিডিওর শুটিং হবে ৮ মার্চ। অন্যদিকে জুয়েল মোর্শেদের তৈরি করা গানটি রোমান্টিক ধাঁচের। আগামী সপ্তাহে রেকর্ডিং শেষে এ গানটিরও মিউজিক ভিডিও নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
নতুন দুটি গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ''বাংলা নববর্ষের শুরুতে নতুন দুটি গান নিয়ে আসছি। শিল্পী হিসেবে এটা আমার জন্য অনেক ভালো লাগার বিষয়। দুটি গানই ভালো করার সর্বোচ্চ চেষ্টা চলছে। কণ্ঠশিল্পী হিসেবে আমিও গায়কী দিয়ে শ্রোতাদের মন ছুঁয়ে দেয়ার চেষ্টা করব।''
এ দুটি গান ছাড়াও বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ শিল্পী।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়