Saturday, March 11

কানাইঘাট বাজারে হোম ডিজাইন এন্ড কনসালটেন্ট প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট মধ্য বাজারের আরাফাত মার্কেটের দ্বিতীয় তলায় শনিবার বিকেল ৪টায় হোম ডিজাইন কন্সাল্টেন্ট প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান এবং মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের আহ্বায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট কলেজের ভাইস প্রিন্সিপাল লোকমান হোসাইন, কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার নায়েবে মুহতামিম আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী, মাওঃ শামসুদ্দীন দুর্লভপুরী, কানাইঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এনামুল হক, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, মিলেনিয়াম টিভির কানাইঘাট প্রতিনিধি আলিম উদ্দিন, সাংবাদিক শাহীন আহমদ, আমিনুল ইসলাম, হোম ডিজাইন কন্সালটেন্ট এর প্রোপাইটর রোটারিয়ান মোঃ ইকবাল হোসেন, ইঞ্জিনিয়ার হারুন রশিদ, ইঞ্জিনিয়ার এমদাদুল হক, উপজেলা ছাত্রদলের সভাপতি রুহুল আমিন সহ বাজারের ব্যবসায়ী ও সুধীজন। উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনা করে মিলাদ পরবর্তী দোয়া করেন মাওঃ আলিমুদ্দীন দুর্লভপুরী। উপস্থিত সূধীবৃন্দ কানাইঘাট বাজারে এধরনের ব্যবসা প্রতিষ্ঠানের শাখা খোলায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসী অধ্যুষিত কানাইঘাটে বহু ভবন এবং বাড়ী ঘর গড়ে উঠেছে। সঠিক মতো এসব বাড়ী ঘরের নকশা এবং ডিজাইন ইঞ্জিনিয়ার দ্বারা নির্মাণ না করায় অনেক সময় আর্থিক ভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হন বাড়ী ঘরের মালিকরা। হোম ডিজাইন কন্সালটেন্টের শাখা কানাইঘাট বাজারে খোলায় এর মাধ্যমে প্রবাসী অধ্যুষিত এলাকার মানুষ তাদের বাড়ীঘর ব্যবসা প্রতিষ্ঠান সঠিক গড়ে তুলতে পারবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়