কানাইঘাট নিউজ ডেস্ক: হেলিও
এস২৫ মডেলের স্মার্টফোন বাজারে ছেড়েছে এডিসন গ্রুপ। গতকাল মঙ্গলবার
রাজধানীর একটি হোটেলে এ স্মার্টফোনটির উদ্বোধন করেন এডিসন গ্রুপের
চেয়ারম্যান আমিনুর রশীদ। স্মার্টফোনটি কিনলে গ্রাহকেরা সঙ্গে উপহার পাবেন।
এতে উপহার হিসেবে রয়েছে ব্যাকপ্যাক ও রবির বান্ডল অফার। রবি বান্ডল অফারে ক্রেতারা প্রথম ৩ মাস অন নেটে ৩০০ মিনিট এবং অফ নেটে ১০০ মিনিট ফ্রি কথা বলার সুযোগ পাচ্ছেন। এছাড়া প্রথম ৩ মাস- প্রতি মাসে থাকছে ৫ জিবি করে ফ্রি ইন্টারনেট।
হেলিও এস২৫ ডিভাইসের পেছনে রয়েছে ১৩ ও ৫ মেগা পিক্সেলের দুটি ক্যামেরা। সেটটির সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্ল্যাশ ক্যামেরা। ক্যামেরার ফিচারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রোফেশনাল মোড, স্লো মোশন, স্মার্ট সিন, প্যানোরমা, মোড উল্লেখযোগ্য।
৫.৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লের সঙ্গে আছে ২.৫ডি কার্ভড গ্লাস প্যানেল এবং এর প্রটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস থ্রি। সেটটিতে রয়েছে ১.৯ গিগাহার্টজের ৬৪ বিট অক্টাকোর প্রসেসর ও ৪ জিবি ডিডিআরথ্রি র্যা ম। হেলিও এস২৫ এ ব্যাবহার করা হয়েছে ৩০০০ এমএএইচ এর লি-পলিমার ব্যাটারি।
এতে উপহার হিসেবে রয়েছে ব্যাকপ্যাক ও রবির বান্ডল অফার। রবি বান্ডল অফারে ক্রেতারা প্রথম ৩ মাস অন নেটে ৩০০ মিনিট এবং অফ নেটে ১০০ মিনিট ফ্রি কথা বলার সুযোগ পাচ্ছেন। এছাড়া প্রথম ৩ মাস- প্রতি মাসে থাকছে ৫ জিবি করে ফ্রি ইন্টারনেট।
হেলিও এস২৫ ডিভাইসের পেছনে রয়েছে ১৩ ও ৫ মেগা পিক্সেলের দুটি ক্যামেরা। সেটটির সামনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্ল্যাশ ক্যামেরা। ক্যামেরার ফিচারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো প্রোফেশনাল মোড, স্লো মোশন, স্মার্ট সিন, প্যানোরমা, মোড উল্লেখযোগ্য।
৫.৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লের সঙ্গে আছে ২.৫ডি কার্ভড গ্লাস প্যানেল এবং এর প্রটেকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস থ্রি। সেটটিতে রয়েছে ১.৯ গিগাহার্টজের ৬৪ বিট অক্টাকোর প্রসেসর ও ৪ জিবি ডিডিআরথ্রি র্যা ম। হেলিও এস২৫ এ ব্যাবহার করা হয়েছে ৩০০০ এমএএইচ এর লি-পলিমার ব্যাটারি।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়