কানাইঘাট নিউজ ডেস্ক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস উপলক্ষ্যে নবগঠিত কানাইঘাট উপজেলা ও পৌর এবং ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান গত শুক্রবার সন্ধ্যা ৭টায় কানাইঘাট ডাক বাংলোয় অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. আখতার হোসেনের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রোমানের পরিচালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ নেতা আজমল হোসেন, আনোয়ার হোসেন, শরীফ উদ্দিন, পৌর যুবলীগের আহ্বায়ক এনাম উদ্দিন, যুবলীগ নেতা আমিন উদ্দিন, নজমুল ইসলাম। উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর এবং ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে সমীর উদ্দিন, আরিফুল ইসলাম, আফতাব উদ্দিন, মাহবুবুল হোসেন রহমত, শহিদুল্লাহ, সাইদুল ইসলাম, আব্দুস সহিদ রাসেল, রিয়াজ উদ্দিন, আদনান সামি, রুমেল আহমদ, নুরুল ইসলাম রাজু, ইমরান আহমদ, নায়িস আহমদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, জীবনের সকল ক্ষেত্রে ছাত্রলীগের নেতাকর্মীদের জাতির জনকের আদর্শকে লালন করে দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হতো না এবং ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে জাতির জনক দেশের মানুষের অধীকার আদায়ের আন্দোলনে সোচ্চার ছিলেন। তার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে বঙ্গবন্ধুর ৯৮তম জন্ম দিবস উপলক্ষ্যে কেক কেটে মিষ্টি মুখ করানো হয় সবাইকে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়