নিজস্ব প্রতিবেদক:
দৈনিক ভোরের ডাক পত্রিকা দেশ ও জনগণের পক্ষে নির্ভীকভাবে অবস্থান নিয়েছে। ভোরের ডাক এখন জনগণের সংবাদপত্রে পরিণত হয়েছে। দেশ ও জাতির কল্যাণে ভোরের ডাক আগামীতেও বলিষ্ট ভূমিকা রাখবে এ আশাবাদ ব্যক্ত করেন কানাইঘাটের সুশীল সমাজ। আজ শনিবার বিকেল ৩টায় কানাইঘাটে দৈনিক ভোরের ডাকের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তারা এ আশাবাদ ব্যক্ত করেন। কানাইঘাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। কানাইঘাট প্রেসক্লাব সভাপতি এম এ হান্নানের সভাপতিত্বে ভোরের ডাকের কানাইঘাট প্রতিনিধি জসিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এখলাসুর রহমান,দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন, প্রেসক্লাব সদস্য কানাইঘাট নিউজ ডট কমের সম্পাদক মাহবুবুর রশিদ,প্রেসক্লাব সদস্য দৈনিক ভোরের কাগজ কানাইঘাট প্রতিনিধি আব্দুর নুর, সবুজ সিলেট কানাইঘাট প্রতিনিধি আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন কানাইঘাট পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুন, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন,আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, প্রবাসী বিএনপি নেতা রফিক উদ্দিন চৌঃ পৌর,যুবলীগের আহবায়ক এনামুল হক,কবি সাহিত্যিক কাহির উদ্দিন,রোটারিয়ান ইকবাল হোসেন,যুবলীগ নেতা নজরুল ইসলাম,ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন প্রমূখ। এর আগে কেক কেটে দৈনিক ভোরের ডাকের ২৬তম বর্ষপূর্তি উৎসব পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে দৈনিক ভোরের ডাকের ২৬তম বর্ষপূতি উপলক্ষে কানাইঘাটে অনুষ্ঠান মালার উদ্বোধন করা হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়