নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ৮নং ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য, বিশিষ্ট সমাজসেবী মোঃ সাইফুুল্লাহ ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লহিি...রাজিউন)। বার্ধক্যজনিত রোগে তিনি গত শুক্রবার বিকেল ২টায় সিলেট শহরের একটি প্রাইভেট ক্লিনিকে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্বীয় স্বজন রেখে গেছেন। ভদ্রছটি আকুনি গ্রামের বাসিন্দা সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ দীর্ঘদিন ধরে সিলেট শহরে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। আজ শনিবার সকাল ১১টায় মরহুমের ১ম জানাযার নামাজ সিলেট কদমতলী ঈদগাহ মাঠে অনুষ্টিত হয়। দ্বিতীয় নামাজে জানাযা ঐদিন বাদ আছর মরহুমের নিজ এলাকা ঝিংগাবাড়ী ইউপির আকুনি কৌমী মাদরাসা প্রাঙ্গণে অনুষ্টিত হয়। জানাযায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ স্থানীয় আওয়ালীগের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্থরের মানুষ শরীক হন। পরে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে সাবেক চেয়ারম্যান সাইফুল্লার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্বার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের ১৫নং ওয়ার্ড সদস্য আলমাছ উদ্দিন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম,কানাইঘাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিষ্ট মহিউদ্দিন,৮নং ঝিংগাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন প্রমূখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়