Friday, March 24

সাজ-সজ্জার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পারফিউম

সাজ-সজ্জার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পারফিউম

কানাইঘাট নিউজ ডেস্ক: পারফিউম দীর্ঘক্ষণ ধরে রাখতে চাইলে যা করবেন। পারফিউম ব্যবহার না করলে কোন একটা জায়গায় যেন খাপ খেতে চাই না বর্তমান যুগের সাথে। তবে শুধু পারফিউম ব্যবহার করলেই হয় না, পারফিউম যেন দীর্ঘক্ষণ সঙ্গ দেয় তার চিন্তাটাও মাথায় রাখা উচিত। যে পারফিউমই ব্যবহার করেন না কেন, কয়েকটি বিষয় মনে রাখলেই এবং তা মেনে চললে সহজেই থাকবে পারফিউম।

১. পারফিউম প্রয়োগের সবচেয়ে উপযুক্ত সময় হলো গোসলের পর, অর্থাৎ আপনার শরীর যখন পরিষ্কার ও শুভ্র থাকবে।

২. শরীরের যেইসব স্থানে আপনি পারফিউম প্রয়োগ করবেন সেই স্থানগুলো অবশ্যই আর্দ্র হতে হবে। এজন্য ঐ স্থানগুলোতে ভালভাবে ময়শ্চারাইজার বা লোশন দিন।

৩. আপনার সাবান, লোশন এবং পারফিউম হতে হবে একই ধরণের ফ্রাগরেন্স যুক্ত। যেমন আপনি যদি ফুলের সৌরভের পারফিউম ব্যবহার করতে চান তাহলে সাবান আর লোশনও ফুলের সৌরভের হতে হবে। কিন্তু এক্ষেত্রে পারফিউম যদি হয় চকোলেট ফ্লেভারের তবে সাবান আর লোশনও একই ফ্লেভারের হতে হবে। নয়ত একটা ফ্লেভারের সাথে আরেকটি ফ্লেভার মিক্স হয়ে আসল পারফিউমের ফ্রাগরেন্স নস্ট হয়ে যাবে।

৪. এমন স্থান গুলোতে পারফিউম প্রয়োগ করুন যেখানে রক্ত চলাচল বেশি। যেমন: গলা, হাতের কব্জি, কানের পেছনে, বুকে, হাতের কুনুই, হাটুর পেছন দিকে ইত্যাদি।

৫. মোটামুটি ৫-৬ ইঞ্চি দূর থেকে পারফিউম প্রয়োগ করতে হবে।

৬. পারফিউম প্রয়োগের পর সেই স্থান না শুকানো পর্যন্ত হাত দেবেন না। স্বাভাবিকভাবে তা শুকাতে দিন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়