Saturday, March 11

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের ২ যুবকের দাফন সম্পন্ন ! এলাকায় শোকের মাতম


নিজস্ব প্রতিবেদক: গত শুক্রবার বিকেলে সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত অটোরিক্সা সিএনজি যাত্রী কানাইঘাট উপজেলার বাণীগ্রাম ইউপির বাণীগ্রামের নুর উদ্দিনের পুত্র গাছবাড়ী বাজারের হোটেল ব্যবসায়ী শিব্বির আহমদ (৩২) একই ইউপির সর্দারমাটি গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র দুলাল আহমদ (২৮) এর মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আইনী প্রক্রিয়া শেষে শনিবার বিয়ানীবাজার থানা পুলিশের কাছ থেকে নিহতের স্বজনরা তাদের লাশ গ্রহণ করে দুপুর ১২টায় নিজ নিজ বাড়ীতে নিয়ে আসলে আত্বীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। ক্ষতবিক্ষত লাশ জড়িয়ে আহাজারী করতে থাকেন তারা। এসময় আত্নীয়-স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছ এলাকার বাতাস। এলাকার শত শত মানুষ শিব্বির আহমদ ও দুলাল আহমদের বাড়ীতে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের সদস্যদের সান্তনা প্রদান করেন। শনিবার বিকেল আড়াইটায় সড়ক দুর্ঘটনায় নিহত শিব্বির আহমদ ও দুলাল আহমদের জানাযার নামাজ স্থানীয় বাণীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ীসহ এলাকার হাজার হাজার মানুষ শরীক হন। পরে তাদের লাশ নিজ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। প্রসংঙ্গত যে, গত শুক্রবার সিলেট থেকে অটোরিক্সা যোগে বাড়ী ফেরার পথে পথিমধ্যে বিকেল অনুমান সাড়ে ৫ টার দিকে জকিগঞ্জ সড়কের টিকরপাড়া এলাকায় আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির একটি ট্রাক অটো রিক্সা সিএনজি গাড়ী, যার নং সিলেট থ ১১-৪৭৭২ কে সজোরে ধাক্ষা দিলে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে প্রাণ হারান কানাইঘাটের শিব্বির আহমদ, দুলাল আহমদ ও বিয়ানীবাজার উপজেলার কাকুরা দিঘীরপার গ্রামের মঈনুল ইসলামের পুত্র সুলতান আহমদ বাবলু (৩২)। জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত বাণীগ্রামের শিব্বির আহমদ একজন ব্যবসায়ী। কানাইঘাট গাছবাড়ী বাজারে তার একটি হোটেল রয়েছে। তিনি ২ সন্তানের জনক। অপরদিকে সর্দারমাটি গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র দুলাল আহমদ একজন দিন মজুর। প্রয়োজনীয় কাজ শেষে সিলেট শহর থেকে অটোরিক্সা যোগে বিয়ানীবাজারের চারখাই বাজারে ফেরার পথে দুর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান তারা। এদিকে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত শিব্বির আহমদ,দুলাল আহমদ, সুলতান আহমদ বাবলুর ঘাতক ট্রাক ড্রাইভারকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন কানাইঘাট উপজেলা নিরাপদ সড়ক চাই(নিসচা’র) সভাপতি সাংবাদিক মাহবুবুর রশিদ ও সাধারণ সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন। সেই সাথে শোকাহত পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা জানিয়ে সড়ক দূর্ঘটনারোধে রাষ্ট্রকে আরো কঠোর হওয়ার আহবান জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়