Thursday, March 2

কানাইঘাটে দু’দিন ব্যাপী অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিরতণ সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ৫নং বড়চতুল ইউনিয়ন শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় বড়চতুল ইউপির অর্ন্তভুক্ত সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দু’দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মালিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় ভ্যানুতে ৩২টি ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেল ২টায় অত্র স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মালিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রশিদ আহমদ ও এনামুল হকের যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সচিব ফজলুর রহমান, বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন চতুলী, সাবেক চেয়ারম্যান হামিদুল হক, সংবর্ধিত সরুফৌদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সূত্রধর, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রায়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রশিদ আহমদ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে লুৎফুর রহমান, আজিজুল হক, শমসের আলম, বদরুল আলম, নুরুল আম্বিয়া, খাজা আজির উদ্দিন, মাহবুবুল করিম, আমিরুন নেছা, প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী রুবেল আহমদ, মালিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ, অভিভাবকদের পক্ষে ছাব্বির আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, সমাজ হৈতশী ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক কানাইঘাটের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য সব সময় আর্থিক অনুদান দিয়ে থাকেন। চতুল ইউপির কোমলমতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুদান প্রদান করায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষক নেতৃবৃন্দ। সেই সাথে ইউনিয়ন শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের খেলা ধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য অতিথিবৃন্দ এ ধরনের আয়োজন করায় ধন্যবাদ জানিয়ে বলেন এর মাধ্যমে একটি এলাকার শিক্ষার গুণগত মান পরিবর্তন সাধিত হবে। অনুষ্ঠানে শিক্ষক কল্যাণ পরিষদের পক্ষ থেকে সরুফৌদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রধান করা হয়। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ১১০ জন শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়