Thursday, March 16

কানাইঘাট সুরতুন্নেছা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট সুরতুন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচন নিয়ে অচল অবস্থার সৃষ্ঠি হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার সুমন আচার্যের কার্যালয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির চেয়ারম্যান ডাক্তার ফয়েজ আহমদ ও স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুস সালাম প্রতিদ্বন্দ্বীতা করেন। স্কুল ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি সহ অভিভাবক সদস্য দাতাসহ ১০ জনের মধ্যে ৮ জন ভোট প্রদান করেন। নির্বাচনে সভাপতি পদে আব্দুস সালাম ৫ ভোট এবং ফয়েজ আহমদ ৩ ভোট পান। এর মধ্যে দাতা সদস্য এমরান হোসেন চৌধুরী মোবাইল ফোনের মাধ্যমে ফয়েজ আহমদের প্রতি সমর্থন এবং স্কুলের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সচিব সাজ উদ্দিন সাজু ফয়েজ আহমদের পক্ষে ভোট দেওয়ার চেষ্টা করলে নির্বাচনের ফলাফল প্রিজাইডিং অফিসার সুমন আচার্য ঘোষণা না করলে সমস্যার সৃষ্টি হয়। সভাপতি প্রার্থী আব্দুস সালামের অভিযোগ তিনি ভোটের মাধ্যমে বৈধ ভাবে ৫ ভোট পেয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। মোবাইল ফোনের মাধ্যমে ভোট প্রদান নির্বাচন পরিপন্তী এবং স্কুলের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু ভোট দিতে পারেন না। কিন্তু ৫ ভোট পাওয়ার পরও তাকে প্রিজাইডিং অফিসার নির্বাচিত ঘোষণা করেননি। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনের প্রিজাইডিং অফিসার সুমন আচার্যের সাথে কথা হলে তিনি বলেন, সুরতুন্নেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদের নির্বাচনে ১০ জন ভোটারের মধ্যে ৮ জন সরাসরি ভোট দিয়েছেন। উভয় পক্ষের মতামতের ভিত্তিতে স্কুলের দাতা সদস্য এমরান হোসেন চৌধুরী মোবাইল ফোনের মাধ্যমে তার সমর্থন সভাপতি প্রার্থী ফয়েজ আহমদকে দেন এবং স্কুলের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজু ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোট দিতে পারেন এমন সিদ্বান্তে তিনি অটল থাকলে অপর সভাপতি আব্দুস সালাম প্রধান শিক্ষক ভোট দিতে পারেন না বলে আপত্তি জানান। পরে মোবাইল ফোনে সমর্থনের প্রতি অনাস্থা জানালে আমি স্কুলের প্রধান শিক্ষক সাজ উদ্দিন সাজুকে ভোটের সুযোগ দেইনি। এ নিয়ে উভয় সভাপতি প্রার্থীর ভোটের সংখ্যা সমান হওয়ায় নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়েছে। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়