কানাইঘাট নিউজ ডেস্ক: পিটার
হ্যান্ডসকম ও শন মার্শের অসাধারণ চেষ্টায় ভারতের বিপক্ষে হারের লজ্জা থেকে
বাঁচল অস্ট্রেলিয়া। রাঁচি টেস্টের পঞ্চম দিনে টেকনিক, টেম্পারমেন্ট আর
স্নায়ুর পরীক্ষা দিয়ে হারের শঙ্কায় থাকা ম্যাচ ড্র করল সফরকারীরা।
চোয়ালবদ্ধ লড়াইয়ে সেই কঠিন চ্যালেঞ্জ উতরানোয় জয় বঞ্চিত হয়েছে ভারত। আগের দিন শেষ বিকেলে অস্ট্রেলিয়া হারিয়েছিল দুই উইকেট। শেষ দিন সকালে প্রথম ঘণ্টা নিরাপদেই কাটিয়ে দেন ম্যাট রেনশ ও স্টিভ স্মিথ। কিন্তু এরপর দুজনই বিদায় নেন মাত্র চার বলের মধ্যে।
ইশান্ত শর্মার দারুণ বোলিংয়ে এলবিডব্লিউ হন রেনশ। তার আগে তরুণ ওপেনার আরও একবার প্রমাণ রেখেছেন তার স্কিল ও টেম্পারমেন্টের। ১৫ রান করেছেন ৮৪ বলে। দারুণ খেলতে থাকা স্মিথ আউট হয়েছেন বিস্ময়করভাবে। রবীন্দ্র জাদেজার লেগ স্টাম্পের বাইরে পিচ করা বল টার্ন করে লাগে অফ স্টাম্পে!
অস্ট্রেলিয়া তখন শঙ্কায় পড়ে যায় ম্যাচ বাঁচানো নিয়ে। ভারত তখন পেয়ে গেছে জয়ের পথ। কে জানত, সেই পথে বাধা হয়ে দাঁড়াবেন মার্শ ও হ্যান্ডসকম! শেষ দিনের উইকেটে অসাধারণ দৃঢ়তা, ধৈর্য আর স্কিল দেখিয়ে দুজন কাটিয়ে দেন ঘণ্টার পর ঘণ্টা। ৫ ঘণ্টার বেশি উইকেটে কাটান দুজন। ১২৪ রানের জুটি গড়েন ৬২ ওভার খেলে!
যদিও শেষ সময়ে ১৯৭ বলে ৫৩ রানে ফিরেছেন মার্শ। এরপর অশ্বিন দ্রুত ফিরিয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েলকেও। কিন্তু অস্ট্রেলিয়া তখনও নিরাপদ আশ্রয়ে।
হ্যান্ডসকম অপরাজিত থেকে ফিরেছেন দলকে বাঁচানোর তৃপ্তি নিয়ে। সিরিজের আগের সব ইনিংসেই দুই অঙ্ক ছুঁয়েও ইনিংস বড় করতে পারেননি। এবার দলের ভীষণ প্রয়োজনের সময় খেললেন মহামূল্য এক ইনিংস। ২০০ বলে অপরাজিত থেকে করেছেন ৭২ রান!
সিরিজের তিন টেস্টে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে দু দল। চতুর্থ ও শেষ টেস্ট শুরু হবে আগামী শনিবার।
চোয়ালবদ্ধ লড়াইয়ে সেই কঠিন চ্যালেঞ্জ উতরানোয় জয় বঞ্চিত হয়েছে ভারত। আগের দিন শেষ বিকেলে অস্ট্রেলিয়া হারিয়েছিল দুই উইকেট। শেষ দিন সকালে প্রথম ঘণ্টা নিরাপদেই কাটিয়ে দেন ম্যাট রেনশ ও স্টিভ স্মিথ। কিন্তু এরপর দুজনই বিদায় নেন মাত্র চার বলের মধ্যে।
ইশান্ত শর্মার দারুণ বোলিংয়ে এলবিডব্লিউ হন রেনশ। তার আগে তরুণ ওপেনার আরও একবার প্রমাণ রেখেছেন তার স্কিল ও টেম্পারমেন্টের। ১৫ রান করেছেন ৮৪ বলে। দারুণ খেলতে থাকা স্মিথ আউট হয়েছেন বিস্ময়করভাবে। রবীন্দ্র জাদেজার লেগ স্টাম্পের বাইরে পিচ করা বল টার্ন করে লাগে অফ স্টাম্পে!
অস্ট্রেলিয়া তখন শঙ্কায় পড়ে যায় ম্যাচ বাঁচানো নিয়ে। ভারত তখন পেয়ে গেছে জয়ের পথ। কে জানত, সেই পথে বাধা হয়ে দাঁড়াবেন মার্শ ও হ্যান্ডসকম! শেষ দিনের উইকেটে অসাধারণ দৃঢ়তা, ধৈর্য আর স্কিল দেখিয়ে দুজন কাটিয়ে দেন ঘণ্টার পর ঘণ্টা। ৫ ঘণ্টার বেশি উইকেটে কাটান দুজন। ১২৪ রানের জুটি গড়েন ৬২ ওভার খেলে!
যদিও শেষ সময়ে ১৯৭ বলে ৫৩ রানে ফিরেছেন মার্শ। এরপর অশ্বিন দ্রুত ফিরিয়ে দেন গ্লেন ম্যাক্সওয়েলকেও। কিন্তু অস্ট্রেলিয়া তখনও নিরাপদ আশ্রয়ে।
হ্যান্ডসকম অপরাজিত থেকে ফিরেছেন দলকে বাঁচানোর তৃপ্তি নিয়ে। সিরিজের আগের সব ইনিংসেই দুই অঙ্ক ছুঁয়েও ইনিংস বড় করতে পারেননি। এবার দলের ভীষণ প্রয়োজনের সময় খেললেন মহামূল্য এক ইনিংস। ২০০ বলে অপরাজিত থেকে করেছেন ৭২ রান!
সিরিজের তিন টেস্টে ১-১ ব্যবধানে সমতায় রয়েছে দু দল। চতুর্থ ও শেষ টেস্ট শুরু হবে আগামী শনিবার।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়