নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ৯নং রাজাগঞ্জ ইউপির রাজাগঞ্জ মইনা গ্রামে সোমবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের নিয়ে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের স্বামী-স্ত্রী সহ তিনজন গুরুতর আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে আশংকা জনক অবস্থায় মৃত মরম আলীর পুত্র আলা উদ্দিন (৬৫)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বাড়ীর সীমানার জায়গা নিয়ে বিরোধের জের ধরে সোমবার সকাল অনুমান সাড়ে ৭টার দিকে রাজাগঞ্জ মইনা গ্রামের শফিকুর রহমানের পুত্র রুবেল আহমদের নেতৃত্বে কয়েকজন একই বাড়ীর প্রতিবেশি আলা উদ্দিনের পরিবারের সদস্যদের উপর ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে হামলা করে। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে আলা উদ্দিনের মাথায় গুরুতর জখম হয়। হামলাকারীরা ডান চোখে আঘাত করে তেথলে দেয়। এসময় স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে স্ত্রী পাতারুন নেছা (৫৫) গুরুতর আহত এবং তার নাতি সাইদুর রহমানও আহত হয়। আহতদের মধ্যে পাতারুন নেছাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এব্যাপারে আহতের পুত্র সুহেল আহমদ বাদী হয়ে ৬ জনকে আসামী করে কানাইঘাট থানায় আজ অভিযোগ দায়ের করেছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়