Wednesday, March 1

কানাইঘাট উপজেলা পরিষদের বিশেষ উন্নয়ন সভায় হুইপ সেলিম ! জনপ্রতিনিধিদের নিয়ে উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন করতে চাই


নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, কানাইঘাটের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে দলমতের উর্ধ্বে উঠে জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। জনপ্রতিনিধিরা সরকারের তৃণমূল পর্যায়ের উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন করে থাকেন। সেলিম উদ্দিন এমপি আরো বলেন, আমি জাতীয়পার্টির রাজনীতির সাথে জড়িত কিন্তু উন্নয়নের ক্ষেত্রে আমি নিরপেক্ষ ভাবে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছি। এজন্য জনপ্রতিনিধি সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাকে সহযোগিতা করে যাচ্ছেন। চলমান কোটি কোটি টাকার উন্নয়ন মূলক কর্মকান্ড সুষ্ঠু ভাবে বাস্তবায়নের জন্য তিনি জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের নির্দেশ দেন। সেলিম উদ্দিন এমপি আজ বুধবার সকাল ১১টায় সম্মেলন কক্ষে কানাইঘাট উপজেলা পরিষদের বিশেষ উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, জেলা জাপার সিনিয়র সভাপতি আব্দুস সহিদ লস্কর বশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম, জেলা আ’লীগের সিনিয়র সদস্য জমির উদ্দিন প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কানাইঘাট পৌর মেয়র নিজাম উদ্দিন, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, সেলিম উদ্দিন এমপি'র পিএস রুহুল আমিন রাজু,উপজেলা জাপা নেতা এড. আব্দুর রহিম,জাপা নেতা বাবুল আহমদ, জাপা নেতা কিউএম ফররুখ আহমদ ফারুক, লক্ষীপ্রসাদ পূর্ব ইউ'পি চেয়ারনম্যান ডা.ফয়াজ,লক্ষীপ্রসাদ পশ্চিম ইউ'পি চেয়ারম্যান  জেমস লিও ফারগুশন নানকা,কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম। বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তাদের মধ্যে চলমান উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ প্রমুখ। সভায় উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা ও জাপার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ তাদের বক্তব্যে এমপি সেলিম উদ্দিনের কর্মকান্ডের প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে কানাইঘাটে উন্নয়ন মূলক কর্মকান্ড এগিয়ে চলছে। তিনি জনপ্রতিনিধিদের মূল্যায়ন করে থাকেন। প্রতিমাসের উপজেলা উন্নয়ন সভায় তাকে তাকে যোগদান করার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম আহ্বান জানান। সেলিম উদ্দিন এমপি কানাইঘাট উপজেলা প্রস্তাবিত স্টেডিয়াম পূর্ণাঙ্গ স্টেডিয়াম হিসাবে উন্নয়ন মূলক কাজ শরু হবে। সবাইকে নিয়ে কানাইঘাটে সকল উন্নয়ন কর্মকান্ড এগিয়ে যায় সেই চেষ্টা আমি করে যাব।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়