কানাইঘাট নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশে জ্বালানি তেলের দাম কমানো হবে বলে
জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি বলেন, বিশ্ব বাজারে তেলের দাম ওঠানামা করছে। এটা স্বাভাবিক হলে দেশে জ্বালানি তেলের দাম কমতে পারে।
রোববার আন্তর্জাতিক জ্বালানি সাশ্রয়ী দিবস-২০১৭ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত 'বাংলাদেশে জ্বালানি সাশ্রয়' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, গ্যাসে সরকার ভর্তুকি দিচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে দাম বাড়াতে হয়েছে। ভবিষ্যতে এলএনজি আসবে, এটার দামও অনেক বেশি। সেই মূল্য সমন্বয়ের জন্য গ্যাসের দাম বাড়াতে হয়েছে।
তিনি বলেন, বিদ্যুৎ এবং কারখানায় যারা বড় গ্রাহক আগে থেকেই বলে দেওয়া হয়েছে, আগামী দুই বছরের মধ্যে এলএনজি এলে নিরবিচ্ছিন্ন জ্বালানি পাবেন। তবে এটা (এলএনজি) দেশি গ্যাসের সঙ্গে মিলিয়ে বিক্রি করলেও দাম অনেক বেশি হবে। আপনাদের এজন্য প্রস্তুতি নিতে হবে।
মন্ত্রণালয়ের হাইড্রোকার্বন ইউনিট ও ইনন্টিটিউট ফর পলিসি, অ্যাডভোকেসি অ্যান্ড গভর্ন্যান্সের (আইপিএজি) চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মূনিরের সভাপতিত্বে সেমিনারে জ্বালানি সচিব নাজিমউদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর ফয়জুল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বিশ্ব বাজারে তেলের দাম ওঠানামা করছে। এটা স্বাভাবিক হলে দেশে জ্বালানি তেলের দাম কমতে পারে।
রোববার আন্তর্জাতিক জ্বালানি সাশ্রয়ী দিবস-২০১৭ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত 'বাংলাদেশে জ্বালানি সাশ্রয়' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, গ্যাসে সরকার ভর্তুকি দিচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে দাম বাড়াতে হয়েছে। ভবিষ্যতে এলএনজি আসবে, এটার দামও অনেক বেশি। সেই মূল্য সমন্বয়ের জন্য গ্যাসের দাম বাড়াতে হয়েছে।
তিনি বলেন, বিদ্যুৎ এবং কারখানায় যারা বড় গ্রাহক আগে থেকেই বলে দেওয়া হয়েছে, আগামী দুই বছরের মধ্যে এলএনজি এলে নিরবিচ্ছিন্ন জ্বালানি পাবেন। তবে এটা (এলএনজি) দেশি গ্যাসের সঙ্গে মিলিয়ে বিক্রি করলেও দাম অনেক বেশি হবে। আপনাদের এজন্য প্রস্তুতি নিতে হবে।
মন্ত্রণালয়ের হাইড্রোকার্বন ইউনিট ও ইনন্টিটিউট ফর পলিসি, অ্যাডভোকেসি অ্যান্ড গভর্ন্যান্সের (আইপিএজি) চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মূনিরের সভাপতিত্বে সেমিনারে জ্বালানি সচিব নাজিমউদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর ফয়জুল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: বিডিলাইভ ।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়