Friday, February 24

ভারতে কাস্তে দিয়ে মাকে খুন

ভারতে কাস্তে দিয়ে মাকে খুন

কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের কর্ণাটকের চিত্রদুর্গাতে কাস্তে দিয়ে মাথা কেটে মাকে খুন করেছে ছেলে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ছেলেকে।

অভিযুক্ত ওই ছেলের নাম থিম্মাপ্পা (৩৫)। সে মায়ের সঙ্গেই থাকত। মঙ্গলবার রাতের খাবারের সময় মায়ের সঙ্গে ঝামেলা হয় তার। সেই সময়ই মায়ের মাথা কেটে ফেলে সে। এরপর বাড়ির মধ্যেই কাটা মাথা নিয়ে শেষকৃত্য সম্পন্ন করে।

থিম্মাপ্পার বাড়িতে অস্বাভাবিক কিছু হচ্ছে বুঝতে পেরে পুলিশে খবর দেয় প্রতিবেশীরা। বারবার ডাকা হলেও দরজা খুলতে খুলেনি সে। জানায়, ‘ভগবানের নির্দেশে মাকে খুন করেছে। রাতে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের ভিত্তিতেই এই খুন।’ পরে, দরজা ভেঙে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

থিম্মাপ্পা ওই এলাকায় একটি দোকান চালায়। তার বিয়েও হয়েছিল। কিন্তু দু’বছরের মধ্যে স্ত্রী ছেড়ে চলে যায়। বিবাহ বিচ্ছেদ তার মনে প্রভাব ফেলে। এর জন্য মাকেই সে অভিযুক্ত করে বলে জানা যায়। আর এ নিয়েই বেশিরভাগ সময় মায়ের সঙ্গে ঝগড়া হতো থিম্মাপ্পার।

থিম্মাপ্পাকে স্থানীয় আদালতে তোলা হলে তার বিচারিক হেফাজতের নির্দেশ দেন বিচারক।

সূত্র: ডেক্কান ক্রনিকল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়