নিজস্ব প্রতিবেদক:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপির আগামী ২৪ ফেব্রুয়ারি শুক্রবার কানাইঘাট আগমন উপলক্ষ্যে ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
কানাইঘাট ক্রীড়া সংস্থার উদ্যোগে মাসব্যাপী অনুষ্ঠিত আন্তঃইউপি ফুটবল টুর্নামেন্টে ২৪ ফেব্রুয়ারি উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য কানাইঘাট পৌরসভা ফুটবল একাদশ বনাম ৮নং ঝিঙ্গাবাড়ী ফুটবল একাদশের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি পুরস্কার বিতরণ করবেন। দীর্ঘদিন পর বর্তমান সরকারের একজন মন্ত্রী সরকারি সফরে কানাইঘাটে আগমন উপলক্ষ্যে সর্বস্তরের মানুষের মধ্যে উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপির আগমনে কানাইঘাটে ক্রীড়াঙ্গনের দাবি-দাওয়া বাস্তবায়নসহ নবজাগরণ সৃষ্টি হবে বলে ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ জানিয়েছেন।
এদিকেম আগামী ২৩ ফেব্রুয়ারি প্রতিমন্ত্রীর কানাইঘাট সফর সফল করার লক্ষ্যে উপজেলা ক্রীড়া সংস্থা ও রাজনৈতিক মহলের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়