Thursday, February 9

কানাইঘাট সাতবাঁক ইউপিতে কর আদায় পদ্ধতির উদ্বোধন ও স্যানিটেশন সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম বলেছেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে স্থানীয় সরকারের উন্নয়ন ও নাগরিক সেবার মূল কেন্দ্রবিন্দু। একটি ইউনিয়ন পরিষদকে সুন্দর করতে হলে সভার আগে জনগণের কাছ থেকে কর আদায় এবং পরিবেশ সুন্দর রাখতে প্রতিটি বাড়ীতে স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবস্থা থাকা দরকার। পাশাপাশি শতভাগ প্রাথমিক শিক্ষা, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, বিক্ষোভ মুক্ত সহ অন্যান্য উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়নে ইউনিয়ন পরিষদকে সহায়ক শক্তি হিসাবে সমাজ হৈতশী ব্যক্তিবর্গের সাহায্য সহযোগিতা একান্ত দরকার। নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম বৃহস্পতিবার বিকেল ৪টায় ইউপি কমপ্লেক্স হলে কানাইঘাট সাঁতবাক ইউপির শতভাগ স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্যে হতদরিদ্রদের মধ্যে স্যানিটেশন সামগ্রী বিতরণ এবং ইউপি কর আদায় ২০১৭ইং এর উদ্বোধন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশের সভাপতিত্বে ও ইউপি উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের সদস্য হাজী আলমাছ উদ্দিন, সাতবাঁক ইউপি আ’লীগের সভাপতি হাজী মখদ্দছ আলী চরিপাড়া রহিমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ শরিফ উদ্দিন, সমাজসেবী হাজী আলাউর রহমান, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন। বক্তব্য রাখেন, জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, দাবাধরনির মাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেহা মাসহুরা, সাতবাঁক ইউপির সদস্য আব্দুন নুর, ছাব্বির আহমদ, ফারুক আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে ইউনিয়নের সম্মানিত ব্যক্তিবর্গ ও ইউপি সদস্যদের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে কর আদায় ২০১৭ এর উদ্বোধন এবং ইউনিয়নের শতাধিক হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে স্যানিটেশন সামগ্রি বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে নবাগত নির্বাহী কর্মকর্তাকে ফুলের তোড়া দিয়ে বরণ এবং ক্রেস্ট তুলে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়