Monday, February 27

বিসিএলে টানা তৃতীয় সেঞ্চুরি করলেন নাঈম

বিসিএলে টানা তৃতীয় সেঞ্চুরি করলেন নাঈম

কানাইঘাট নিউজ ডেস্ক: বিসিএলে টানা তৃতীয় ম্যাচে সেঞ্চুরি করলেন নাঈম ইসলাম। দিন শেষে ২৭৫ বলে ১৩৩ রান করে অপরাজিত আছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১৯টি চার ও ১ ছক্কায় এ ইনিংস সাজিয়েছেন নাঈম।

প্রথম শ্রেণির ক্যারিয়ারে নাঈমের এটা ২১তম সেঞ্চুরি। তুষার ইমরানের সেঞ্চুরির রেকর্ড ছোঁয়া থেকে দূরত্ব মাত্র একটির। এবারের বিসিএলে পাঁচ ম্যাচে নাঈমের এটি চতুর্থ সেঞ্চুরি।

এদিকে প্রথম শ্রেণির ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি করেছেন নাজমুল ইসলাম শান্ত।
এ দুই সেঞ্চুরিয়ানের ব্যাটে বিসিএলের পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিন শেষে উত্তরাঞ্চলের রান ৬ উইকেটে ৪২২।

আগের দিন মধ্যাঞ্চল গুটিয়ে গিয়েছিল ১৮১ রানেই। দ্রুত ৩ উইকেট হারিয়ে দিনটা স্বস্তিতে শেষ করতে পারেনি উত্তরাঞ্চলও।

এদিন ওয়ানডে মেজাজেই ব্যাট করেছেন নাঈম। নাঈমের ব্যাটে সবসময়ের নির্ভরতা। এগিয়েছেন উইকেট আঁকড়ে রেখে নিজের সবসময়ের চেনা পথে। দুই জমানার দুই ব্যাটসম্যানের দুই ধরনের ব্যাটিংয়ে খেই হারিয়েছে বোলাররা।

৭০ বলে অর্ধশতক স্পর্শ করেছিলেন শান্ত। সেখান থেকে পরের পঞ্চাশ ছুঁয়েছেন ৪৩ বলে! ১৮ চারে ১২৩ করেছেন ১৪২ বলে। নাঈমের সঙ্গে ১৯৭ রানের জুটি গড়ে শরিফুল্লাহর বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন শান্ত।

শান্তর পর নাসির হোসেন ফিরে যান অল্পতেই। তবে ধীমান ঘোষকে নিয়ে মধ্যাঞ্চলকে ম্যাচে ফিরতে দেননি নাঈম। ধিমানও রান করেছেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। দিন শেষে ৬৪ রানে অপরাজিত ৭৫ বলে। অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটির রান ১০৯। দুই দিন বাকি থাকতেই ২৪১ রানে এগিয়ে উত্তরাঞ্চল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়