Saturday, February 4

লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে সুরঞ্জিত সেনগুপ্তকে

লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে সুরঞ্জিত সেনগুপ্তকে

কানাইঘাট নিউজ ডেস্ক: লাইফ সাপোর্টে রাখা হয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে। আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ল্যাব এইড হাসপাতালের করপোরেট কমিউনিকেশন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেলিন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুর রহমান লেলিন বলেন, ‘গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) হৃদযন্ত্রের সমস্যা নিয়ে ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হন সুরঞ্জিত সেনগুপ্ত। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আধাঘণ্টা আগে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।’

সুরঞ্জিত সেনগুপ্ত ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান লেলিন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়