কানাইঘাট নিউজ ডেস্ক: চলতি বছরের শুরুর দিকেই আকাশে উড়বে চীনের তৈরি সবচেয়ে বড় উভচর বিমান এজি৬০০।
বেইজিংয়ের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না (এভিআইসি) এর আট বছর সময় লেগেছে বিমানটি তৈরি করতে। এই বিমান সমানভাবে পানি এবং স্থলে চলতে পারে। যে কোনও মুহূর্তে বিপর্যয় এবং জঙ্গলের আগুন নেভানোর কাজে এই বিমান ব্যবহার করা হবে।
এজি৬০০ বিমান আকারে প্রায় বোয়িং৭৩৭ এর সমান। জল থেকে ওঠা-নামা করতে পারে বিশ্বে এমন যে সব বিমান বানানো হয়েছে তার মধ্যে এজি৬০০ ই সবচেয়ে বড়। এই বিমানের সর্বাধিক রেঞ্জ ৪৫০০ কিলোমিটার। ৫৩.৫ টন ওজন নিয়ে আকাশে উড়তে পারবে এটি।
বেইজিংয়ের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না (এভিআইসি) এর আট বছর সময় লেগেছে বিমানটি তৈরি করতে। এই বিমান সমানভাবে পানি এবং স্থলে চলতে পারে। যে কোনও মুহূর্তে বিপর্যয় এবং জঙ্গলের আগুন নেভানোর কাজে এই বিমান ব্যবহার করা হবে।
এজি৬০০ বিমান আকারে প্রায় বোয়িং৭৩৭ এর সমান। জল থেকে ওঠা-নামা করতে পারে বিশ্বে এমন যে সব বিমান বানানো হয়েছে তার মধ্যে এজি৬০০ ই সবচেয়ে বড়। এই বিমানের সর্বাধিক রেঞ্জ ৪৫০০ কিলোমিটার। ৫৩.৫ টন ওজন নিয়ে আকাশে উড়তে পারবে এটি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়