Monday, February 27

শ্রীলঙ্কায় বন্দিদের বহনকারী ভ্যানে গুলি, নিহত ৭

শ্রীলঙ্কায় বন্দিদের বহনকারী ভ্যানে গুলি, নিহত ৭
কানাইঘাট নিউজ ডেস্ক: শ্রীলঙ্কায় বন্দিদের বহনকারী একটি প্রিজন ভ্যানে বন্দুকধারীরা গুলি চালিয়ে সাতজনকে হত্যা করেছে। সোমবার এ ঘটনা ঘটেছে বলে রয়টার্স অনলাইনের এক খবরে জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভূমি নিয়ে বিরোধের জেরে অন্য পক্ষের লোকজন এ হামলা চালিয়ে থাকতে পারে। প্রিজন ভ্যানে বন্দিদের বহন করে আদালতে নেওয়া হচ্ছিল।

শ্রীলঙ্কার কারা বিভাগের মুখপাত্র থুরাসা উপুলদেনিয়া জানিয়েছেন, বন্দিদের বহনকারী ভ্যানটি আদালতে যাওয়ার পথে একদল অস্ত্রধারী আটকায়। এরপর তারা গুলি চালাতে থাকে।

বিরোধপূর্ণ দুই পক্ষের কারণে এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়