Sunday, February 5

কানাইঘাটের প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের কাজ শেষ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটের প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করার লক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির নেতৃবৃন্দ কাজ শুরু করেছেন। গত শনি ও রবিবার দিনভর কানাইঘাট ইউনিক কমিউনিটি সেন্টারে উপজেলা মুক্তিযোদ্ধাদের মধ্যে ফরম বিতরণ এবং তাদের তালিকা যাচাই বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। যাচাই বাছাইয়ের পর আগামী দু’দিনের মধ্যে উপজেলার প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে। যাচাই বাছাই কালে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম, উক্ত কমিটির সদস্য উপজেলা সহকারী কমান্ডার তথ্য ও প্রচার ফখরুল ইসলাম, জেমস্ লিও ফারগুসন নানকা, বর্তমান কমান্ডার নজমুল হক, সুবেদার আফতাব উদ্দিন। প্রসজ্ঞত যে, কানাইঘাটে মোট ৩১২ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। এর মধ্যে ভারতীয় লাল বার্তায় ১৬৭, ভারতীয় গেজেটে ১৩৪, বাংলাদেশী গেজেটে ১১ জনের নাম রয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের কাজ শুরু হয়েছে। চূড়ান্ত তালিকা দু’এক দিনের প্রকাশ করা হবে। নতুন করে কয়েকজন মুক্তিযোদ্ধা তালিকায় অর্ন্তভুক্তি হওয়ার জন্য দরখাস্ত দিয়েছেন বলে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি নুরুল হক জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়