Friday, February 24

মাহমুদউল্লাহর প্রশংসায় যা বললেন কোয়েটার অধিনায়ক

মাহমুদউল্লাহর প্রশংসায় যা বললেন কোয়েটার অধিনায়ক

কানাইঘাট নিউজ ডেস্ক: প্রথম দল হিসেবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে অফ নিশ্চিত করেছে মাহমুদউল্লাহ রিয়াদের কোয়েটা গ্ল্যাডিয়েটরস। ৬ ম্যাচে ৪ জয়ে কোয়েটার পয়েন্ট ৯। ১টি ম্যাচ হেরেছে তারা। ১টি ম্যাচের পয়েন্ট ভাগাভাগি হয়েছে।

বাংলাদেশের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ পিএসএলে খেলছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। প্রথমবারের মত পিএসএলে অংশ নিয়ে দ্যূতি ছড়াচ্ছেন মাহমুদউল্লাহ। বৃহস্পতিবার কোয়েটার গুরুত্বপূর্ণ ম্যাচে মাহমুদউল্লাহর ঘূর্ণিতে পরাস্ত করাচি। ২১ রানে মাহমুদউল্লাহ নেন ৩ উইকেট। পরবর্তীতে ব্যাট হাতে ৪ বলে ৮ রান তুলে দলকে জিতিয়ে মাঠে ছাড়েন।

মাহমুদউল্লাহর অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক সরফরাজ আহমেদ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরফরাজ বলেন, ‘আমি মাহমুদউল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম। আত্মবিশ্বাসী ছিলাম যে সে পারফর্ম করবে। এটা দারুণ যে সে বড় খেলোয়াড়দের শুরুতেই ফিরিয়ে দিয়েছে।’  

বৃহস্পতিবার ম্যাচসেরার পুরস্কার নেওয়ার পর মাহমুদউল্লাহ বলেন, ‘যেভাবে বোলিং করতে চেয়েছি সেভাবে বোলিং করতে পেরে আমি খুশি। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি। বোলিংয়ে বাড়তি টার্ণ প্রত্যাশা করিনি। কিন্তু টার্ণ পেয়ে কিছুটা অবাক হয়েছি। স্পট বোলিং করতে চেয়েছি এবং সেটা করতে পেরে ভালো লাগছে। পিএসএলে দারুণ সময় কাটছে আমার।’

পিএসএলে শুরুতে দল পাননি মাহমুদউল্লাহ। পরবর্তীতে কোয়েটা মাহমুদউল্লাহকে ব্র্যাড হজের পরিবর্তে দলে নেয়। প্রথম সুযোগেই দুর্দান্ত ডানহাতি এ অলরাউন্ডার। ব্যাট হাতে ২ ইনিংসে করেছেন ৩৭ রান। প্রথম ম্যাচে করেছিলেন ২৯ রান। বোলিংয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। পাশাপাশি ফিল্ডিংয়েও নিয়েছেন ১ ক্যাচ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়