Tuesday, February 14

কানাইঘাটে তিন দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক: কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কানাইঘাট উপজেলা চত্ত্বরে ৩দিন ব্যাপী শষ্যের নিবীড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী পরবর্তী তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমন আচার্য্য, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মুনসী তোফায়েল হোসেন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন, আঞ্চলিক বেতারের কৃষি কর্মকর্তা মোহাইমিনুর রশিদ, টেকনিক্যাল পার্টিসিপেন্ট উম্মে সালমা, কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী সহ কৃষি অফিসের কর্মকর্তারা। পরে এ কৃষি মেলার স্টল পরিদর্শন করেন, উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী সহ নেতৃবৃন্দ। এসময় স্থানীয় কর্মরত সাংবাদিক সহ মেলায় আগত দর্শনার্থীরাও উপস্থিত ছিলেন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়