Wednesday, February 1

৪২ বছরে ডিএমপি

৪২ বছরে ডিএমপি

কানাইঘাট নিউজ ডেস্ক: সময়ের প্রয়োজনে এবং রাজধানীবাসীকে আধুনিক ও উন্নত পুলিশিং সেবাদানের লক্ষ্যে ১লা ফেব্রুয়ারি ১৯৭৬ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তথা ডিএমপি’র যাত্রা শুরু।

১লা ফেব্রুয়ারি ১৯৭৬ সালে ৩৬ শহীদ ক্যাপটেন মনসুর আলী স্বরণী রমনা ঢাকার এ ভবন হতে অদ্যাবধি পরিচালিত হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাবতীয় কর্মকান্ড। বর্তমান মূল ভবনটির সামনের ছোট ভবনটি হচ্ছে ডিএমপি সূতিকাগার। ৬ হাজার পুলিশ সদস্য ৭টি বিভাগ আর ১২ টি থানা নিয়ে ডিএমপি’র যাত্রা শুরু।

ডিএমপি’র আওতাভূক্ত এলাকার বর্তমান আয়তন ১১৬ বর্গ মাইল। ৪৯ টি থানা, মোট জনবল ৩৩,৮৮০ ও মৌলিক ইউনিট রয়েছে  ৪২টি।

কোন দেশের সামাজিক এবং অর্থনৈতিক অগ্রগতির পূর্বশর্ত হল ঐ দেশের সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা এবং উন্নত আইন শৃঙ্খলা পরিস্থিতি। একটি আধুনিক কিন্তু উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা বিধানে নিয়োজিত রয়েছে ঐতিহ্যবাহী এবং প্রধান আইন প্রয়োগকারী প্রতিষ্ঠান ‘বাংলাদেশ পুলিশ’, আর For better and Safer Dhaka মূলমন্ত্রকে ধারণ করে ঢাকা মহানগরীর সার্বিক নিরাপত্তা বিধান করে ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ’।

বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পূর্বের যে কোন সময়ের তুলনায় নিয়ন্ত্রণে রয়েছে। ঢাকা মহানগরীর প্রত্যেক বিভাগের আওতাধীন থানা এলাকায় জননিরাপত্তা বিধানের লক্ষ্যে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে জনসচেতনতামূলক কর্মসূচীর মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করার পদক্ষেপ নেয়া হয়েছে।

জনগণের প্রত্যাশা ও নির্ভরতার মূর্ত প্রতীক হিসেবে শিশু-কিশোর, বৃদ্ধ, মহিলা ও অসহায়দের হয়রানি, নির্যাতন ও অপরাধের শিকার হতে রক্ষা এবং প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা সমুন্নত রাখার লক্ষ্যে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

আজ বুধবার সকাল ১০.৩০টায় রাজধানীর শাহবাগ পুলিশ বক্সের সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪২ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সম্মানিত নগরবাসীকে ফুল ও কার্ড দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।

৪২ বছর ধরে সম্মানিত নগরবাসী সুপরামর্শ, তথ্য ও সহযোগিতার মাধ্যমে ডিএমপির অগ্রযাত্রায় অবদান রেখেছেন। এজন্য নগরবাসীদের প্রতি ডিএমপি কমিশনার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সহযোগীতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়