Friday, February 24

টাঙ্গাইলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
কানাইঘাট নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া এলাকায় এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দিবাগত রাতে এ হত্যার ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, এই ব্যবসায়ী গরু নিয়ে রাজধানী ঢাকা যাচ্ছিল।

ধারণা করা হচ্ছে, তার বয়স আনুমানিক ৫০। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় লোকজন আজ শুক্রবার সকালে লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেছেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ব্যবসায়ী উত্তর বঙ্গ থেকে গরু নিয়ে রাজধানী ঢাকায় যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোন এক স্থান থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণের পর তার কাছ থেকে টাকা নিয়ে হত্যার পর লাশ পুষ্টকামুরী চরপাড়া বাইলা বিলে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে মির্জাপুর থানার ডিউটি অপিসার মোরাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ব্যবসায়ীর পরিচয় পাওয়া যায়নি। থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়