Monday, February 20

এনরিকের উপর এখনও আস্থা আছে বার্সার: ইনিয়েস্তা

এনরিকের উপর এখনও আস্থা আছে বার্সার: ইনিয়েস্তা

কানাইঘাট নিউজ ডেস্ক: বাজে সময় কাটলেও বার্সেলোনার খেলোয়াড়েরা কোচ এনরিকের উপর আস্থা হারায়নি বলে জানিয়েছেন দলটির অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা।

বার্সেলোনার এমন পারফরম্যান্সে সব সমালোচনার তীর এখন এনরিকের দিকেই। স্থানীয় গণমাধ্যম থেকে শুরু করে সাবেক তারকারাও এনরিকের সমালোচনায় ব্যস্ত।

অভিযোগ উঠে, এনরিকের সিদ্ধান্তে নাকি অসন্তুষ্ট খেলোয়াড়েরাও। তবে এটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ইনিয়েস্তা।

ইনিয়েস্তা বলেন, 'আমরা নিজেদের উপর বা কোচের উপর আস্থা হারাইনি। আমি মনে করি, আমরা একটি বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।'

ইনিয়েস্তার দৃঢ় বিশ্বাস, সতীর্থদের হারিয়ে যাওয়া দাপুটে মনোভাব দ্রুত ফিরে আসবে এবং আগামীর চ্যালেঞ্জগুলোয় জয়ের ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামবে তারা।

'আমরা পিছনের দিকে তাকিয়ে থাকতে পারি না। আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং সব কিছুর জন্য লড়তে হবে- এই দল নিয়ে আমার কোনো সন্দেহ নেই'।

গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়ে গেছে বার্সেলোনা। তবে এমন কোণঠাসা অবস্থায় থেকেও ঘুরে দাঁড়ানোর ব্যাপারেও আত্মবিশ্বাসী  তারকা এই মিডফিল্ডার।

লা লিগায় অবশ্য জয়ের ধারাতেই আছে বার্সেলোনা। তবে পুঁচকে লেগানেসের বিপক্ষেও আশানুরূপ খেলা দেখাতে পারেনি স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

রোববার নিজেদের মাঠ কাম্প নউতে লা লিগার এই ম্যাচে ২-১ গোলের জয় পেলেও বেগ পেতে হয়েছে কাতালুনিয়ার দলটিকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়