কানাইঘাট নিউজ ডেস্ক: নারী বিশ্বকাপ বাছাইয়ের সুপার সিক্সের প্রথম খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে সাত উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
বুধবার কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে জাহানারা আলমের ক্যারিয়ারের সেরা বোলিংয়ের পর শারমিন আখতার সুপ্তার হাফসেঞ্চুরিতে সাত উইকেটের বড় ব্যবধানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পেসার জাহানারার পাশাপাশি রুমানার ঘূর্ণি জাদু, পান্না-খাদিজা-সালমাদের বোলিং তাণ্ডবে মাত্র ১৪৪ রানেই গুটিয়ে যায় আইরিশরা। জবাবে মাত্র তিন উইকেট হারিয়ে ১০.৫ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রুমানা আহমেদের দল।
১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেন দুই ওপেনার শারমিন সুলতানা ও শারমিন আখতার সুপ্তা। ব্যক্তিগত ২২ রানে শারমিন সুলতানা ফিরে গেলে ভাঙ্গে ৪০ রানের এই জুটি। তিন নম্বরে নামা সানজিদা ইসলাম মাত্র দুই রান করেই রান আউটের শিকার হন।
এরপর ফারজানা হককে সঙ্গে নিয়ে রানের চাকা বাড়াতে থাকেন শারমিন। তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি। ব্যক্তিগত ৫২ রানে শারমিন ফিরে গেলে ফারজানা ও অধিনায়ক রুমানার ব্যাটে ৩৯.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
এর আগে, টসে হেরে আগে ব্যাট করতে নেমে রুমানা-জাহানারাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। দলীয় ৬২ রানে চার উইকেট হারিয়ে চাপের মুখে পড়া আয়ারল্যান্ড শেষ পর্যন্ত ১৭ বল বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে ১৪৪ রানের সংগ্রহ দাঁড় করায়।
আইরিশদের হয়ে ক্লেয়ার শিলিংটন ও অধিনায়ক লরা ডিলানি দু’জনই সর্বোচ্চ ৩৭ রান করেন। ওপেনার মেগ কেন্ডালের ব্যাট থেকে আসে ১৬। এছাড়া ইসাবেলা জয়েস ২৪ রান ও ম্যারি ওয়াল্ড্রন ১১ রান করে আউট হন। আর কেউই দুই অঙ্কের দেখা পাননি।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট দখল করেন জাহানারা আলম। ইনিংস শেষে জাহানারার বোলিং ফিগার দাঁড়ায় ৯-৩-২১-৩। ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং। এছাড়া দু’টি করে নেন পান্না ঘোষ, রুমানা আহমেদ ও খাদিজাতুল কুবরা। বাকি উইকেটটি সালমা খাতুনের।
গ্রুপ ‘এ’ থেকে সুপার সিক্সে নাম লেখানো তিনটি দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ড ম্যাচের পর রুমানা-জাহানারাদের পরবর্তী প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ১৭ ফেব্রুয়ারি কলম্বোয় বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় খেলা শুরু হবে। আর ১৯ ফেব্রুয়ারি সুপার সিক্সের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
বুধবার কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে জাহানারা আলমের ক্যারিয়ারের সেরা বোলিংয়ের পর শারমিন আখতার সুপ্তার হাফসেঞ্চুরিতে সাত উইকেটের বড় ব্যবধানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পেসার জাহানারার পাশাপাশি রুমানার ঘূর্ণি জাদু, পান্না-খাদিজা-সালমাদের বোলিং তাণ্ডবে মাত্র ১৪৪ রানেই গুটিয়ে যায় আইরিশরা। জবাবে মাত্র তিন উইকেট হারিয়ে ১০.৫ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রুমানা আহমেদের দল।
১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেন দুই ওপেনার শারমিন সুলতানা ও শারমিন আখতার সুপ্তা। ব্যক্তিগত ২২ রানে শারমিন সুলতানা ফিরে গেলে ভাঙ্গে ৪০ রানের এই জুটি। তিন নম্বরে নামা সানজিদা ইসলাম মাত্র দুই রান করেই রান আউটের শিকার হন।
এরপর ফারজানা হককে সঙ্গে নিয়ে রানের চাকা বাড়াতে থাকেন শারমিন। তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি। ব্যক্তিগত ৫২ রানে শারমিন ফিরে গেলে ফারজানা ও অধিনায়ক রুমানার ব্যাটে ৩৯.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
এর আগে, টসে হেরে আগে ব্যাট করতে নেমে রুমানা-জাহানারাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশরা। দলীয় ৬২ রানে চার উইকেট হারিয়ে চাপের মুখে পড়া আয়ারল্যান্ড শেষ পর্যন্ত ১৭ বল বাকি থাকতেই সবকটি উইকেট হারিয়ে ১৪৪ রানের সংগ্রহ দাঁড় করায়।
আইরিশদের হয়ে ক্লেয়ার শিলিংটন ও অধিনায়ক লরা ডিলানি দু’জনই সর্বোচ্চ ৩৭ রান করেন। ওপেনার মেগ কেন্ডালের ব্যাট থেকে আসে ১৬। এছাড়া ইসাবেলা জয়েস ২৪ রান ও ম্যারি ওয়াল্ড্রন ১১ রান করে আউট হন। আর কেউই দুই অঙ্কের দেখা পাননি।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট দখল করেন জাহানারা আলম। ইনিংস শেষে জাহানারার বোলিং ফিগার দাঁড়ায় ৯-৩-২১-৩। ওয়ানডেতে এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং। এছাড়া দু’টি করে নেন পান্না ঘোষ, রুমানা আহমেদ ও খাদিজাতুল কুবরা। বাকি উইকেটটি সালমা খাতুনের।
গ্রুপ ‘এ’ থেকে সুপার সিক্সে নাম লেখানো তিনটি দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আয়ারল্যান্ড ম্যাচের পর রুমানা-জাহানারাদের পরবর্তী প্রতিপক্ষ শক্তিশালী ভারত। ১৭ ফেব্রুয়ারি কলম্বোয় বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় খেলা শুরু হবে। আর ১৯ ফেব্রুয়ারি সুপার সিক্সের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়