Monday, February 27

এক ছবিতেই শাহরুখ, দীপিকা ও ক্যাটরিনা

এক ছবিতেই শাহরুখ, দীপিকা ও ক্যাটরিনা
কানাইঘাট নিউজ ডেস্ক: এবার এক ছবিতেই বলিউড বাদশাহ শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে এক সঙ্গে দেখা যাবে বলে জানিয়েছেন ভারতীয় পরিচালক আনন্দ এল রাই।

বলিউডে বামন বা স্বল্প দৈর্ঘ্যের মানুষকে নিয়ে ছবি করতে চলেছেন আনন্দ এল রাই। তাতে মুখ্য ভূমিকায় যে শাহরুখ খান থাকবেন, তা হয়তো অনেকেরই জানা। কিন্তু পরিচালক এবার তার আস্তিনের আরও একটি তাস বার করেছেন। তিনি জানিয়েছেন, ছবিতে একইসঙ্গে দেখা যাবে বলিউডের দুই প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে।

দীপিকা-ক্যাটরিনা দু’জনেই নাকি শাহরুখের সঙ্গে রোমান্স করবেন। এই প্রথম এই দুই অভিনেত্রীকে এক ছবিতে দেখা যাবে।

শোনা যায়, রণবীর কাপুর দু’জনেরই প্রাক্তন বয়ফ্রেন্ড হওয়ায় দীপিকা-ক্যাটরিনার সম্পর্ক মোটেই ভাল নয়। কিন্তু যদি সত্যিই তারা একসঙ্গে এই ছবি করেন, তাহলে বলতে হবে, সম্পর্কের শীতলতার গল্প এখন অতীত, সেখানে উষ্ণতা এসেছে।

জানা গিয়েছে, দুই মহিলা চরিত্রই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন। শিগগিরই এই ছবির চূড়ান্ত ঘোষণা হবে। সামনের মাস থেকে শুরু হবে শ্যুটিং।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়