কানাইঘাট নিউজ ডেস্ক:
আশুলিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চার অপহরণকারী গুলিবিদ্ধ হয়েছেন।
অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারের সময় চার অপহরণকারী গুলিবিদ্ধ হন। শুক্রবার রাত
পৌনে ৮টার দিকে আশুলিয়ার জামগড়া মধ্যপাড়া প্রাইমারি স্কুলের পাশের আব্দুল
সাত্তারের বাসায় এ ঘটনা ঘটে।
ওই চারজনসহ ৬ অপহরণকারীকে আটক করেছে র্যাব-১০। একই সঙ্গে আমান উল্লাহ নুর আমান (২৬) অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে র্যাব। গুলিবিদ্ধ ৪ জনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপহৃত আমান ঠাকুরগাও জেলার রানিশৈংকল উপজেলার বাসিন্দা। তাকে পলাশবাড়ী এলাকা থেকে অপরহণ করে একটি সংঘবদ্ধ অপহরণকারী দল।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতাব্বর জানান, একটি মেয়ে প্রেমের ফাদেঁ ফেলে আমানকে সাভার থেকে নিয়ে এসে অপহৃতদের কাছে তুলে দেয়। পরে বিভিন্ন উপায়ে আমানের স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করে আসছিল তারা। এ সময় স্বজনরা র্যাবকে বিষয়টি জানালে বিষয়টি তদন্ত করে অপহৃতের অবস্থান জেনে অভিযান চালানো হয়। পরে অপহরণকারীরা র্যাবকে উদ্দেশ্য করে গুলি ছুঁড়লে র্যাব ও পাল্টা গুলি ছুঁড়ে। এসময় একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের বেশিরভাগের পায়ে ও হাতে গুলি লাগে।
ওই চারজনসহ ৬ অপহরণকারীকে আটক করেছে র্যাব-১০। একই সঙ্গে আমান উল্লাহ নুর আমান (২৬) অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে র্যাব। গুলিবিদ্ধ ৪ জনকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অপহৃত আমান ঠাকুরগাও জেলার রানিশৈংকল উপজেলার বাসিন্দা। তাকে পলাশবাড়ী এলাকা থেকে অপরহণ করে একটি সংঘবদ্ধ অপহরণকারী দল।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতাব্বর জানান, একটি মেয়ে প্রেমের ফাদেঁ ফেলে আমানকে সাভার থেকে নিয়ে এসে অপহৃতদের কাছে তুলে দেয়। পরে বিভিন্ন উপায়ে আমানের স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করে আসছিল তারা। এ সময় স্বজনরা র্যাবকে বিষয়টি জানালে বিষয়টি তদন্ত করে অপহৃতের অবস্থান জেনে অভিযান চালানো হয়। পরে অপহরণকারীরা র্যাবকে উদ্দেশ্য করে গুলি ছুঁড়লে র্যাব ও পাল্টা গুলি ছুঁড়ে। এসময় একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের বেশিরভাগের পায়ে ও হাতে গুলি লাগে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়