নিজস্ব প্রতিবেদক:
সিলেট শহরতলীর খাদিম বাইপাস মোড় থেকে কানাইঘাটের এক অটোরিক্সা সিএনজি চালককে মারধর করে যাত্রী বেশি দুই দুর্বৃত্ত একটি অনটেস্ট সিএনজি গাড়ীটি ছিনতাই করে নিয়ে গেছে। জানা যায়, কানাইঘাট বড়চতুল ইউপির রায়পুর গ্রামের আমিন উদ্দিন (২০) একই গ্রামের তবারক আলীর তিন মাস আগে কেনা একটি অনটেস্ট সিএনজি গাড়ী চালাতেন। গত সোমবার রাত ৭টার দিকে কানাইঘাট চতুল বাজার থেকে যাত্রী বেশি দুই দুর্বৃত্ত চালক আমিন আহমদকে সিলেট পীরের বাজার সিএনজি স্টেশনে যাওয়ার জন্য সিএনজিটি রিজার্ভ করে। পথিমধ্যে রাত সাড়ে ৮টার দিকে শহরতলীর খাদিম বাইপাস মোড়ে যাওয়া মাত্র যাত্রবেশী এ দুই দুর্বৃত্ত চালক আমিন উদ্দিনকে মারধর করে সিএনজি গাড়ীটি ছিনতাই করে নিয়ে যায়। তবে অদ্যবধি পর্যন্ত গাড়ীটি উদ্ধার করা সম্ভব হয়নি।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়