Sunday, February 5

মৃত্যুর আগে ভাইয়ের কাছে সুরঞ্জিতের শেষ চাওয়া

মৃত্যুর আগে ভাইয়ের কাছে সুরঞ্জিতের শেষ চাওয়া

কানাইঘাট নিউজ ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্ত মৃত্যুর আগে তার মাসতুতো ভাই জয়ন্ত সেনগুপ্তকে বলে গেছেন, তার মৃত্যুর পর যেন তাকে চন্দন কাঠ দিয়ে দাহ হয়।

জয়ন্ত বলেন, সুরঞ্জিত দাদা মৃত্যুর আগে বলে গেছেন, যেন তাকে চন্দন কাঠ দিয়ে দাহ করা হয়। সে অনুযায়ী, চন্দন কাঠ খোঁজা হচ্ছে।

জয়ন্ত আরো বলেন, বর্তমানে চন্দন কাঠ পাওয়া একটু দুষ্কর। এরপরও আশা করছি, সেই কাঠ দিয়েই সুরঞ্জিতকে দাহ করা যাবে।

রোববার ভোররাত ৪টা ২৪ মিনিটে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সুরঞ্জিতের একান্ত সহকারী কামরুল হক জানান, সুনামগঞ্জের এই সংসদ সদস্যকে গতকাল রাত থেকে হাসপাতালেই লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়