কানাইঘাট নিউজ ডেস্ক:
বিদায়ের সুর বেজেছে অমর একুশে বইমেলায়। বাঙালির প্রাণের এ মেলা শেষ হচ্ছে
কাল। তাই বইপ্রেমিরা আর দেরি করছেন না পছন্দের বইটি সংগ্রহ করতে ছুটছেন
মেলায়। সবার হাতে হাতে বই। স্টলে বইপ্রেমিকদের ভিড়। বই কিনে সবাই হাসিমুখে
বাড়ি ফিরেছেন। ভিড় ঠেলে, স্টলের সামনে দীর্ঘসময় অপেক্ষা করে বই সংগ্রহ
করেছেন সবাই।
এদিকে, শেষ বেলায় বাংলা একাডেমি মেলা শুরুর সময় বাড়িয়েছে, শেষদিন সকাল এগারোটায় খুলবে মেলার দ্বার। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর মেলায় এক অনুষ্ঠানে সকাল থেকে মেলা শুরুর ঘোষণা দেন। পরে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান সাংবাদিকদের কাছে মেলার সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল ৪৬টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এরমধ্যে তানিয়া খুশবু রাখির কাব্যগ্রন্থ ‘আলোকপাখি ও ক্ষরণ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন সাংবাদিক ইশতিয়াক রেজা। বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী। এছাড়া গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীরের গ্রন্থ ‘পপ গানের সেকাল একাল’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ড. তপন বাগচী ও গ্রন্থের লেখক ফকির আলমগীর। বইটি প্রকাশ করেছে মিজান পাবলিশার্স।
গতকাল মেলায় নতুন বই এসেছে ১০৩টি। এরমধ্যে পলল প্রকাশনী এনেছে ড. অলিউর রহমানের ‘সাংবাদিকতা ধারণা ও কৌশল’, অন্য প্রকাশ এনেছে রবীন্দ্রনাথ রায় চৌধুরীর ‘আলো অন্ধকারে যাই’, জয়তী এনেছে হামিদ কায়সারের ‘অগ্রন্থিত রশিদ করিম’, আনজির লিটনের ‘আনারসের ঢাকা সফর’, দাউদ হায়দারের ‘লক্ষীছাড়ার ইহলোক, সিরাজুল ইসলাম চৌধুরীর ‘পিতার হুকুম মাতা ও পুত্রের জন্য’, চন্দ্রাবতী একাডেমি এনেছে শামসুজ্জামান খানের ‘কিশোর সমগ্র’, মঞ্জু সরকারের ‘অচল ঘাটের আখ্যান’, কাইজর চৌধুরীর ‘সুমনের বন্ধু’, ইতি প্রকাশনী এনেছ আনিসুল হকের ‘কিশোর সমগ্র ৪’, সমগ্র প্রকাশন এনেছে আসিফ নুরের ‘খেয়ালি খেয়া’, মহাকাশ প্রকাশনী এনেছে জালাল আহমেদের ‘নিশি কুহক’।
এদিকে, শেষ বেলায় বাংলা একাডেমি মেলা শুরুর সময় বাড়িয়েছে, শেষদিন সকাল এগারোটায় খুলবে মেলার দ্বার। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর মেলায় এক অনুষ্ঠানে সকাল থেকে মেলা শুরুর ঘোষণা দেন। পরে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান সাংবাদিকদের কাছে মেলার সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল ৪৬টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এরমধ্যে তানিয়া খুশবু রাখির কাব্যগ্রন্থ ‘আলোকপাখি ও ক্ষরণ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন সাংবাদিক ইশতিয়াক রেজা। বইটি প্রকাশ করেছে শ্রাবণ প্রকাশনী। এছাড়া গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীরের গ্রন্থ ‘পপ গানের সেকাল একাল’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ড. তপন বাগচী ও গ্রন্থের লেখক ফকির আলমগীর। বইটি প্রকাশ করেছে মিজান পাবলিশার্স।
গতকাল মেলায় নতুন বই এসেছে ১০৩টি। এরমধ্যে পলল প্রকাশনী এনেছে ড. অলিউর রহমানের ‘সাংবাদিকতা ধারণা ও কৌশল’, অন্য প্রকাশ এনেছে রবীন্দ্রনাথ রায় চৌধুরীর ‘আলো অন্ধকারে যাই’, জয়তী এনেছে হামিদ কায়সারের ‘অগ্রন্থিত রশিদ করিম’, আনজির লিটনের ‘আনারসের ঢাকা সফর’, দাউদ হায়দারের ‘লক্ষীছাড়ার ইহলোক, সিরাজুল ইসলাম চৌধুরীর ‘পিতার হুকুম মাতা ও পুত্রের জন্য’, চন্দ্রাবতী একাডেমি এনেছে শামসুজ্জামান খানের ‘কিশোর সমগ্র’, মঞ্জু সরকারের ‘অচল ঘাটের আখ্যান’, কাইজর চৌধুরীর ‘সুমনের বন্ধু’, ইতি প্রকাশনী এনেছ আনিসুল হকের ‘কিশোর সমগ্র ৪’, সমগ্র প্রকাশন এনেছে আসিফ নুরের ‘খেয়ালি খেয়া’, মহাকাশ প্রকাশনী এনেছে জালাল আহমেদের ‘নিশি কুহক’।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়