নিজাম উদ্দিন:
আগামী শুক্রবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি’র কানাইঘাট আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন। প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে কানাইঘাটে চলছে সাজ সাজ রব। কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আগামী শুক্রবার বিকেল ২টায় উপজেলা স্টেডিয়ামে আয়োজিত আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের মধ্যকার কানাইঘাট পৌরসভা ফুটবল একাদশ বনাম ৮নং ঝিংগাবাড়ী ফুটবল একাদশের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মঞ্চে বসে খেলা উপভোগ এবং পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি। প্রতিমন্ত্রীর এ সরকারী সফরকে গিরে স্থানীয় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহল এবং সুধী জনদের নিয়ে বেশ কয়েকটি প্রস্তুতিমূলক সভা হয়েছে। আন্ত:ইউনিয়ন ফুটবলের ফাইনাল খেলাকে ঘিরে সর্বত্র ক্রীড়ামোদীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে প্রস্থাবিত উপজেলা স্টেডিয়ামকে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপিকে বরণ করার জন্য উপজেলা সদরের বিভিন্ন স্থানে একাদিক দৃষ্টিনন্দন তোরণ নির্মাণ করা হয়েছে। বেনার- ফেস্টুনে ছেয়ে গেছে উপজেলা স্টেডিয়ামের আশপাশ এলাকা। সরকারী এ সফরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার এমপি কানাইঘাটের উদ্দ্যেশে শুক্রবার সকাল ১১টা ১৫ মিনিটের সময় সিলেট ওসমানী আন্তজার্তিক বিমান বন্দরে অবতরণ করবেন। পরে তিনি তার সফর সঙ্গীদের নিয়ে জাফলং ব্যালীবোর্ড স্কুলের উদ্দ্যেশে সড়ক পথে যাত্রা এবং বেলা ১২টায় ব্যালীবোর্ড স্কুল পরিদর্শন মধ্যাহ্ন বিরতির পর বিকেল আড়াইটার দিকে জাফলং থেকে সড়ক পথে কানাইঘাট ক্রীড়া সংস্থার উদ্যোগে আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ উপলে উপজেলা স্টেডিয়ামে উপস্থিত হবেন। পুরস্কার বিতরণ শেষে সিলেট সার্কিট হাউজের উদ্দেশ্যে সন্ধ্যা ৬টায় সড়ক পথে কানাইঘাট ত্যাগ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার এমপি। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কানাইঘাট সফরকে সফল করার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি তাহসিনা বেগম কানাইঘাট নিউজকে জানিয়েছেন, মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি’র সরকারী সফর সুষ্টুভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি ইতিমধ্যে। কানাইঘাট থানার অফিসার ইন্চার্জ মোঃ আব্দুল আহাদ জানিয়েছেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি’র শুক্রবার কানাইঘাট আগমন উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। পর্যাপ্ত পরিমান পুলিশ ও অন্যান্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। উপজেলা স্টেডিয়াম সহ আশপাশ এলাকায় ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয় সৃষ্টি করা হবে। আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, সাবেক সাংসদ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিলেটের পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ড. আহমদ আল কবির, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ক্রীড়া সংগঠক আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য আবাহনী লিমিটেড ক্রীড়া চক্রের সিলেট জেলার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, কানাইঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ও বর্তমান সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার ইউএনও তারেক মোহাম্মদ জাকারিয়া, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সহিদুল হক, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি লুকমান আহমদ চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ হান্নান প্রমূখ। ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্টানের সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি তাহসিনা বেগম। অনুষ্টানের সঞ্চালকের দায়িত্বে থাকবেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাতবাক ইউপি’র চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। পুরো এ টুর্ণামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেছে দেশের আঞ্চলিক সর্বাধিক পাঠক প্রিয় অনলাইন দৈনিক কানাইঘাট নিউজ ডট কম।
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়