নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ৭নং বাণীগ্রাম ইউপির নিজ দলইকান্দি নয়াগ্রামের মৃত মাহমুদ আলীর ৪ মেয়েকে তাদের পিতার পৈত্রিক ভিট বাড়ীর অংশ জোরপূর্বক ভাবে আপন ভাই কাতার প্রবাসী সামছুদ্দিন কর্তৃক জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় লোকজন জানান, বোনদের ভিটবাড়ীর অংশটুকু জোরপূর্বক ভাবে দখল করার জন্য মিথ্যা মামলা দিয়ে বোন ভাগ্না এবং বোন জামাইদের হয়রানী করছেন সামছুদ্দিনের স্ত্রী হানিফা বেগম। কিন্তু এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধিদের সালিশে এবং কানাইঘাট থানা পুলিশ সরেজমিনে পরিদর্শনের সামছুদ্দিনের আনীত অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় থানা পুলিশের সহযোগিতায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ভিটবাড়ী থেকে তাদের পিতার পৈত্রিক অংশের ভাগ বাটোয়ারা ১৪ শতক জমি মৃত মাহমুদ আলীর মেয়ে হাজিরা বেগম, নজিরা বেগম, মালিকা বেগম, রাজিয়া বেগমকে সালিশে দেওয়ার পর পিতার পৈত্রিক ভিট বাড়ীর একটি অংশে টিনসেডের ঘর নির্মাণ করলে সম্প্রতি উক্ত ঘরটি ভেঙ্গে ফেলা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে তাদের স্বজনদের। নজিরা বেগম জানান, তাদের কাতার প্রবাসী ভাই সামছুদ্দিন পিতার ভিটবাড়ীর পৈত্রিক অংশ থেকে বঞ্চিত করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র ও হয়রানী করলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কানাইঘাট থানার ওসি মোঃ হুমায়ুন কবির সাহেব সহযোগিতায় আমরা চার বোনকে ভিটবাড়ীর অংশের ১৪ শতক জমি দেওয়া হলেও আমাদের ভাই সামছুদ্দিন ৮শতক জমি বুঝিয়ে দিয়ে অবশিষ্ট ৬ শতক জমি না দিয়ে প্রবাসে চলে যান। বর্তমানে আমাদের ভাতিজা হেলাল আহমদ, মাসুক আহমদ, ভাই সামছুদ্দিনের পক্ষ নিয়ে আমাদের টিন সেডের ঘরটি ভাঙ্গার হুমকি দিচ্ছে এবং ভিট বাড়ীর অংশ দখল করে নেবে মর্মে প্রাণ নাশের হুমকি দেওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভোগছি। এব্যাপারে হেলাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে সে বলে ফুফুদের আমরা হুমকি দিচ্ছি না। আমাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়