Wednesday, February 22

কানাইঘাট ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ২৪ ফেব্রুয়ারী


আলিম উদ্দিন আলিম : কানাইঘাট উপজেলার ৪নং সাতবাক ইউপি’র ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আগামী ২৪ ফেব্রুয়ারী শুক্রবার অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রার্থীরা বাজারের ওলিতে গলিতে ব্যানার ও পোষ্টার টানানোর পাশাপাশি লিফলেট বিতরণ করে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এতে ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনী ইমেজ তৈরি হয়েছে। এছাড়া ব্যবসায়ীদের পাশাপাশি এলাকার জনসাধারনের মধ্যেও নানা উৎসাহ দেখা গিয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান ফারুকী জানান, ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়া নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগীতা চাওয়া হয়েছে। এতে ঐদিন নির্বাচন পর্যবেক্ষনে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি জনপ্রতিনিধি এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গের আন্তরিক সহযোগীতা কামনা করা হয়েছে। ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির এবারের নির্বাচনে- মোট ভোটার- ১৩৬ জন, ১নং ওয়ার্ডে- মোট ভোটার- ৫০ জন। ২নং ওয়ার্ডে- মোট ভোটার- ৪৪ জন,। ৩নং ওয়ার্ডে- মোট ভোটার- ৪২ জন। এবারের নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সদস্য পদে- ১নং ওয়ার্ডে- ৩ জন, ২নং ওয়ার্ডে- ২ জন, এবং ৩নং ওয়ার্ডে- ২ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন। এতে সকল পদে ১ জন করে নির্বাচিত হবেন বলে জানা গেছে। সভাপতি পদে- মোঃ আলাউদ্দিন (আনারস) ও হাজী মখদ্দুছ আলী (মটর সাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্ধন্ধিতা করছেন। সহ-সভাপতি পদে- বদরুল হক (মোরগ) ও জাহাঙ্গীর শামীম কামরুল (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্ধন্ধিতা করছেন। সাধারণ সম্পাদক পদে- শহীদ আহমদ (হরিন) ও আব্দুল কাহীর (কাপ পিরিচ) প্রতীক নিয়ে প্রতিদ্ধন্ধিতা করছেন। কোষাধ্যক্ষ পদে- মোঃ ফখর উদ্দিন (ডাব) ও মোঃ ফরিদ আহমদ (মাছ) প্রতীক নিয়ে প্রতিদ্ধন্ধিতা করছেন। এছাড়া ১নং ওয়ার্ডে, সদস্য পদে- ফাহিম উদ্দিন বুলবুল (আপেল), উমর আলী (গোলাপ ফুল), আবু সুলেমান (বাই সাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্ধন্ধিতা করছেন। ২নং ওয়ার্ডে, সদস্য পদে- তরিকুল ইসলাম (মই) ও বাবুল আহমদ (বাই সাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্ধন্ধিতা করছেন। ৩নং ওয়ার্ডে, সদস্য পদে- আমীর হোসেন (গোলাপ ফুল) ও কামাল উদ্দিন (আপেল) প্রতীক নিয়ে প্রতিদ্ধন্ধিতা করছেন। ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব খলিলুর রাহমান ফারুকী, সহকারী নির্বাচন কমিশনার মৌলভী আবুল ফজল ও মোঃ আজিজুল হক জানান, আগামী ২৪ ফেব্র“য়ারী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভবানীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে অনুষ্টিত হবে। এতে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেছেন তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়