Saturday, February 11

মাত্র ১০ টাকায় ভারত দর্শন!

মাত্র ১০ টাকায় ভারত দর্শন!

কানাইঘাট নিউজ ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ী মধুটিলা ইকোপার্ক এখন হাজারো দর্শনার্থীদের পদভারে মুখরিত। পার্কে প্রবেশ করে ওয়াচ টাওয়ারে গেলেই শুনতে পাবেন, ‘ভারত দেখ বাইন ভাই ভারত। ওগোর চলা-ফিরা, গাড়ি-ঘুরার চলাচল। বিএসএফ’এর ক্যাম্প। আরও দেখবেন সুন্দর-সুন্দর উঁচা-নিচা টিলা আর বড় বড় পাহাড়। অনেক কিছুই দেখবার পাইবান। মাত্র ১০ টাকা লাগবো।’
 
গারো পাহাড়ের মধুটিলা ইকোপার্কের ভিতরে একটি অনেক উঁচু ওয়াচ টাওয়ার রয়েছে আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য। এই ওয়াচ টাওয়ারে মাথায় আছেন, আবু তাহের, আদম মিয়া, সানাউল্লাহসহ কয়েকজন বাইনোকুলার চালক। তারা বাইনোকুলারের মাধ্যমে দর্শনার্থীদের বিনোদন দিয়ে থাকেন। তার বিনিময়ে যে অর্থ পান তা দিয়ে চলে তাদের সংসার। এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাইনোকুলার চালকদের দিতে হয় চাঁদা। আর দর্শনার্থীরা ফিরে যান বাড়তি কিছু বিনোদন নিয়ে। সূত্র:ইত্তেফাক

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়