Thursday, February 23

আফগানিস্তানে সৈন্যদের অভিযানে ১২ আইএস জঙ্গি নিহত

আফগানিস্তানে সৈন্যদের অভিযানে ১২ আইএস জঙ্গি নিহত
কানাইঘাট নিউজ ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশের হাসকা মিনা এলাকায় গত ২৪ ঘন্টায় সরকারি বাহিনীর অভিযানে ইসলামিক স্টেট (আইএস) অনুগত মোট ১২ জঙ্গি নিহত ও অপর দুই জন আহত হয়েছে।

বৃহস্পতিবার প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ্ খোগাইনির একথা জানান।

বিমান বাহিনীর সহায়তায় সরকারের নিরাপত্তা বাহিনী বুধবার থেকে হাসকা মিনা জেলার গড়গড়িতে আইএস এর আস্তানায় হামলা শুরু করে।এখন পর্যন্ত এ হামলায় ১২ জঙ্গি নিহত ও অপর দুই জন আহত হয়েছে। এই অভিযানে তাদের অস্ত্র ভান্ডারও ধ্বংস হয়েছে।

তবে এ ব্যাপারে আইএস এর পক্ষ থেকে এখনো কোন মন্তব্য করা হয়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়