কানাইঘাট নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মোক্তার হোসেন ওরফে
কিলার মোক্তার (৪২) ও তার সহযোগী মানিক ওরফে কিলার মানিক (৪০) নিহত হয়েছেন।
ওই সময়ে গুলিবিদ্ধ হয়েছেন ডিবির একজন এএসআই।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফতুল্লার পাগলা শাহীবাজার এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মোক্তার ফতুল্লা থানা পুলিশের তালিকামুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, ডিবির একটি টিম পাগলা শাহীবাজার এলাকাতে মাদক উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তার করতে গেলে তাদের উপর চড়াও হয় সন্ত্রাসীরা। দুই পক্ষের গুলিবিনিময়ে ডিবির একজন এএসআই গুলিবিদ্ধ হন। আর ঘটনাস্থলে নিহত হন মোক্তার ও মানিক। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফতুল্লার পাগলা শাহীবাজার এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মোক্তার ফতুল্লা থানা পুলিশের তালিকামুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি কামালউদ্দিন জানান, ডিবির একটি টিম পাগলা শাহীবাজার এলাকাতে মাদক উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তার করতে গেলে তাদের উপর চড়াও হয় সন্ত্রাসীরা। দুই পক্ষের গুলিবিনিময়ে ডিবির একজন এএসআই গুলিবিদ্ধ হন। আর ঘটনাস্থলে নিহত হন মোক্তার ও মানিক। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
সূত্র: বিডি লাইভ।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়